আগের সিদ্ধান্তে অটল সরকার, নতুন করে সিদ্ধান্ত হয়নি

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করেছেন বলে জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন, ‘সরকার ওই সিদ্ধান্তে অটল আছে। নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি।’
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আবুল কালাম আজাদ বলেন, তিতুমীর কলেজের আন্দোলনের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে তা নিয়ে সরকার সচেতন আছে।
তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করে বলেন, তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। তাদের কোনো দাবি-দাওয়া থাকলে এ বিষয়ে জনমত গড়ে তুলুক, কথা বলুক, লেখালেখি করুক। যদি জনমত তৈরির মাধ্যমে দাবিটি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে ভবিষ্যতে সরকার বিষয়টি বিবেচনা করবে। তাদের প্রতি আহ্বান তারা যেন সড়ক বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে।
জুলাই গণঅভ্যুত্থানের আহতদের আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব বলেন, তাদের বিষয়ে সরকার আন্তরিক। তারপরও কারো কারো মধ্যে হতাশা ও অস্থিরতা কাজ করছে। তাদের বিষয়ে সরকার সচেতন আছে। তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
মানবপাচার বন্ধে সরকারের অনেকগুলো সেল কাজ করছে জানিয়ে তিনি বলেন, সরকারের নিবিড় পর্যবেক্ষণের পরেও এ ধরনের কাজ হয়ে যায়। আমরা এটাকে আরও স্টেপআপ করার চেষ্টা করছি। যাতে বাংলাদেশ থেকে কোনোভাবে মানবপাচার না হয়।
এনএম/জেডএস