চট্টগ্রামে ৩০ নাশকতাকারী গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানা এলাকা থেকে ২৪ ঘণ্টায় ৩০ নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জোবায়ের খান ওরফে জুরাত (২৭), হাজি সেলিমুল ইসলাম (৭০), জসিম উদ্দিন (২৯), মো. জুয়েল ওরফে মামা জুয়েল (২৫), রুবেল ওরফে চাকমা রুবেল (৩৪), হাসনাত জামান বাবু (৪২), ইফতার হোসেন আলভি (২০), মো. হৃদয় (৯৯), সাইফুল ইসলাম (৫৬), রমজান আলী (৫৫), মো. নুর (৪৮), ইমরান হোসেন (৩২), এস এম ইউসূফ লিটন (৪৮), মো. এনাম (৩৫), আব্দুল জলিল রিফাত (২৫), রিয়াদ হোসেন (২১), শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭), মো. মঞ্জুর আলম (৪০), নাজিম উদ্দিন (৪২), ফয়সাল আক্তার চৌধুরী, শওকত মামুন (৫২), মো. সোলাইমান (৩০), সেকান্দর মিয়া (৫০), আজিম উদ্দিন (২৩), সৌরভ চৌধুরী (২৮), মো. ফারুক (২৯), আবুল কালাম (৫৮), আল আমিন (১৯), নাছির উদ্দিন নাহিদ (৪০) ও মুহাম্মদ শাহাদাত হোসেন (৩৪)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে দায়ের হওয়া এক বা একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
এমআর/জেডএস