কৃষি অর্থনীতিবিদ সমিতির নতুন সভাপতি লিন্টু ও মহাসচিব গোলাম হাফিজ

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমিতির সভাপতি হিসেবে আহসানুজ্জামান লিন্টু ও মহাসচিব হিসেবে প্রফেসর গোলাম হাফিজ কেনেডির নির্বাচিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সমিতির সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার সিকদার, ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আকতারুজ্জামান, ড. ফাতেমা ওয়াদুদ শিলা, মজিবুর রহমান ও ড. মিজানুর রহমান সরকার।
যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, ড. মনিরুজ্জামান ও আরিফ হাসান বেঙ্গল। কোষাধ্যক্ষ আজিজুর রহমান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক হিসেবে মিটুল কুমার সাহা, প্রচার সম্পাদক হিসেবে মো. শুয়ায়িব খান তারিখ নির্বাচিত হয়েছে। সদস্য হয়েছেন– কৃষিবিদ শামিমুর রহমান শামীম, মুজিবুর রহমান চুন্ন ও মো. আব্দুর রউফসহ ৩৫ জন।
সবশেষ ২০২২ সালে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির জাতীয় সম্মেলনে দুই বছরের জন্য ৪৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ (২০২২-২৪) গঠিত হয়েছিল। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। মহাসচিব হয়েছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল।
এমএসআই/এসএসএইচ