অপারেশন ডেভিল হান্ট : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১৯ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩), মো.আবু ফয়সাল (৩৩), মধুসদন দত্ত (৪৫), মো.শওকত হোসেন প্রকাশ বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯), নূর হোসেন (৪৮), মো.ইমন (৩৪), মো.আবু হানিফ (২৫), মো.শুক্কুর আলী বাবু (২৩), মো.পান্না শেখ (১৯), মো.আনিসুর রহমান (১৯), মো. আলাউদ্দিন (৩২), মো.মুরাদ (৩৫),রবিন দাশ (২৭),মোহাম্মদ রাহাদ (২০), শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) ও ফয়সাল আহমেদ প্রকাশ মানিক (৪২)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
এর আগে শুক্রবার ৪০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
আরএমএন/এআইএস