চট্টগ্রামে আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৩ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ১৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন– মো. হাসান (২১), মো. মেহেরাজ (২৫), জিয়াউল হক সোহেল (৪০), মো. মাসুম (২৯), আশরাফ উদ্দিন অশিব (৩৫), রুপক কান্তি নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪), মো. ইকবাল হোসেন শাহেদ (২৫), মো. লিমন (২৪), মো. মাহাবু আলম ওরফে মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০), মো. নুর উদ্দিন (৩৪), মো. রিপন তালুকদার (৩০), ফজলুল হক (২৬), মো. জসিম উদ্দিন (৫২), মো. সাইফুল ইসলাম (৪২)।
আরও পড়ুন
এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– মো. সাইদুর রহমান নাকিব (২৫), মো. শাকিল ইসলাম (১৯), ওয়াশিম আকরাম (২৪), মো. শফিউল আলম (৪২), আমান (২২), আবুল কাশেম (৫০) এবং মো. বাপ্পী (২৩)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত এসব আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
আরএমএন/এসএসএইচ