কাবিখা কাজে দুর্নীতি : আসামি ইউপি চেয়ারম্যানসহ ৩

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় ৮০ লাখ টাকা নয়-ছয়ের অভিযোগে টুঙ্গিপাড়ার ডুমরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আল-আমিন হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- গোপালগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, টুঙ্গিপাড়া ডুমরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আহম্মেদ শেখ, ইউনিয়ন পরিষদ সদস্য কবির তালুকদার।
এজাহার সূত্রে জানা যায়, অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় বিশেষ বরাদ্দ দ্বারা বাস্তবায়িত ২৬টি প্রকল্পের মধ্যে ২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গোপালগঞ্জের ২১নং প্রকল্প চর গোপালপুর ওয়াপদা রাস্তা হতে পাতিলঝাপা অনন্ত বৈদ্যর বাড়ি হয়ে ভেন্নাবাড়ি বৈদ্যবাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ ও প্যালাসাইডিং করণ কাজটি কাবিখা-কাবিটা নীতিমালার আওতায় শ্রমিক দ্বারা করানো হয়েছে বলে দেখানো হলেও বাস্তবে ভিন্ন চিত্র পাওয়া যায়। ওই কাজের ৩৪ লাখ ৩১ হাজার ২৫০ টাকার প্যালাসাইডিং কাজে নয়ছয় হয়েছে। এছাড়া পাকুরতিয়া পান্না শেখ এর বাড়ি হতে ছোট ডুমুরিয়া দেবেন মণ্ডলের বাড়ির নিকট এইচবিবি রোড পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ ও প্যালাসাইডিং করণ ৪৭ লাখ ২২ হাজার টাকার কাজেও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। কাবিটা নীতিমালায় শ্রমিক দিয়ে কাজের বাধ্যবাধকতা থাকলেও ড্রেজার দ্বারা কাজ করা হয়েছে। এতে একদিকে অতিরিক্ত বালু ব্যবহার করে পরিবেশের ক্ষতি করা হয়েছে, অন্যদিকে সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে শ্রমিক ব্যবহার না করে অনিয়ম করা হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
আরএম/জেডএস