কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা : স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার - টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সোচ্চারের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর শফিকুল ইসলাম মাহফুজ এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, গতকালের (মঙ্গলবার) এ হামলায় দেশীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ৫০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। একইসঙ্গে মোট আহতের সংখ্যা দেড় শতাধিক বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাই। শিক্ষাঙ্গনে এমন সহিংসতা শুধু শিক্ষার্থীদের নিরাপত্তাকেই বিঘ্নিত করে না, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।
আরও পড়ুন
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাই— এ বর্বর হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। কেননা, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। যেখানে শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখা অগ্রাধিকার হওয়া উচিত। ক্যাম্পাসে শিক্ষার্থীরা যেন ভয় ও সহিংসতার ঊর্ধ্বে থেকে জ্ঞানার্জন করতে পারে, সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এতে আরও বলা হয়, সোচ্চার বরাবরই শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, সচেতন শিক্ষক এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে সহিংসতার সংস্কৃতি বন্ধ হোক। তাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার এবং ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির অবসানের দাবিও বিবৃতিতে জানানো হয়েছে।
আরএইচটি/এসএসএইচ