সৌদির পশ্চিমাঞ্চলের শহর সফর করেছেন জেদ্দা কনসাল জেনারেল

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহর আলবাহা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলেটের সেবা সরাসরি পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলবাহা সফর করেছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানায়, কনসাল জেনারেলের নেতৃত্বে ১৪-১৫ ফেব্রুয়ারি আলবাহা সফর করেছেন একটি প্রতিনিধিদল। কনসাল জেনারেলের নেতৃত্বে পাসপোর্ট ও ভিসা, শ্রম কল্যাণ, কনস্যুলার এবং সোনালী ব্যাংক প্রতিনিধির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এ সেবা প্রদান করে।
এ দুই দিনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। সেবাগুলোর মধ্যে রয়েছে– পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, প্রবাসীদের আইনি সহায়তা বা প্রয়োজনীয় চিঠি সরবরাহ, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধনের আবেদন গ্রহণ ও বিতরণ, সোনালী ব্যাংকের হিসাব খোলা, বন্ড ক্রয় করাসহ অন্যান্য সেবা।
পাসপোর্টের আবেদন গ্রহণের ক্ষেত্রে সেবাপ্রার্থীদের ই-পাসপোর্ট গ্রহণের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়। সবাইকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো ও স্থানীয় আইনকানুন গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়।
এদিকে বাংলাদেশে-সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বৃদ্ধির জন্য কনস্যুলেটের উদ্যোগের অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি কনসাল জেনারেল আলবাহা চেম্বার আব কমার্সের সঙ্গে চেম্বার ভবনে বৈঠক করেন। বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল ওয়াহাব ওসমান বিন জুমা এবং চেম্বারের প্রতিনিধিরা যোগ দেন। বাংলাদেশের পক্ষে কনস্যুলেটের মিনিস্টার (শ্রম কল্যাণ), কাউন্সিলর (বাণিজ্য) এবং দূতালয় প্রধান যোগ দেন। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের খাত ভিত্তিক সম্ভাবনা ও সম্প্রসারণ এবং দুই দেশের চেম্বার অব কমার্সগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা হয়।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্যবসা করার পরিবেশ, সম্ভাবনা, ও স্থানীয় উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া এবং প্রতিবন্ধকতাগুলো দূর করার বিষয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো ও ব্যবসা সংক্রান্ত স্থানীয় আইনকানুন গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। আলোচনা শেষে ব্যবসায়ী প্রতিনিধিরা এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিজেদের মধ্যে একতা বৃদ্ধির মাধ্যমে একে অপরকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
গত ১৬ ফেব্রুয়ারি আল বাহা প্রদেশের হিউম্যান রিসোর্স ও সোশ্যাল ডেভেলপমেন্ট, লেবার অফিসের জেনারেল ডিরেক্টর ইব্রাহিম বিন আহমেদের সঙ্গে কনসাল জেনারেল সাক্ষাৎ করেন। আল বাহা অঞ্চলে কর্মরত প্রবাসী কর্মীদের কর্মস্থল, বেতন, কাজের পরিবেশসহ অন্য বিষয়ে আলোচনা হয়। কনসাল জেনারেল সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ, আধা-দক্ষ শ্রমিক নিয়োগের আহ্বান জানান। এ ছাড়া প্রবাসী শ্রমিকদের বেতন, তাদের কল্যাণ নিশ্চিত করা, বাংলাদেশি প্রবাসীরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তার সমাধান খুঁজে বের করাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
জেনারেল ডিরেক্টর এসব উদ্বেগ দূর করতে তার কার্যালয় থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনায় কনস্যুলেটের মিনিস্টার, শ্রম ও কল্যাণ এবং প্রথম সচিব ও কার্যালয় প্রধান যোগদান করেন।
এনআই/এসএসএইচ