আমি নিজেও সাংবাদিক ছিলাম, মর্নিং নিউজে কাজ করতাম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, স্বাধীনতার এই ৫৩ বছরে আমাদের কোনো সাংবাদিক লেখেননি আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম। আমরাও কোনোদিন লিখিনি। আমি বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু উন্নতি করার অবকাশ রয়ে গেছে।
আরও পড়ুন
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা আজ রাতেই দেখবেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে নির্দেশ দিয়েছি। আপনারা সন্ধ্যার পর থেকেই টের পাবেন।
এদিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা চাই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব উন্নত করতে। কারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এ কাজটা সুচারুরূপে করতে চাই।
হঠাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হলো কেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হঠাৎ করে… আমরা বলছি তো আমরা ইন্টেলিজেন্ট গেদার করছি। আজ তাদের প্রতিনিধিও ছিল, তারা আরও বিস্তারিত প্রতিবেদন দেবেন। আমরা গুরুত্ব সহকারে এগুলো মনিটরিং করছি। আমরা আশা করছি আপনারা দৃশ্যমান উন্নতি খুব দ্রুত দেখতে পাবেন।
এমএম/এসএসএইচ