দায়মুক্ত ৩ হাজার দুর্নীতিবাজ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
‘টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, ধর্ষণের মিথ্যা খবর প্রচারে ভেঙে পড়েছি’
রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সেই নারী দাবি করেছেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি। এমন খবর প্রকাশের কারণে তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর কথা, ‘আমার টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি।’
গতকাল বুধবার সন্ধ্যায় এই নারীর সঙ্গে চাঁপাইনাবগঞ্জের মহানন্দা নদীর ধারে প্রথম আলোর প্রতিবেদকের কথা হয়। ওই নারী তখন একটি কীর্তনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন।
যুগান্তর
দুর্নীতি প্রতিরোধে দেশের একমাত্র সংবিধিবদ্ধ সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক)। অথচ পতিত সরকারের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে সংস্থাটি ছিল বড় দুর্নীতিবাজদের ‘রক্ষাকবচ’। তখন ‘রাঘববোয়াল’ হিসাবে পরিচিত প্রায় তিন হাজার ব্যক্তিকে দায়মুক্তি বা ‘ক্লিনচিট’ দেওয়া হয়েছে। তাদের কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে অনুসন্ধান পর্যায়ে তা নথিভুক্ত করা হয়। আবার অনেকের বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতির সত্যতা পাওয়ায় মামলা করা হলেও তদন্তের পর ফাইনাল রিপোর্ট ট্রু (এফআরটি) এর মাধ্যমে দায়মুক্তি দেওয়া হয়েছে। প্রভাবশালী অনেকেই তিন-চার দফায় দায়মুক্তির সনদ বাগিয়ে বহাল তবিয়তে ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাদের অনেকের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান ও মামলা হচ্ছে। একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সমকাল
পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে
শেখ হাসিনার পতন ঘটানো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলে প্রধান সমন্বয়কারী পদ সৃষ্টি করে সমঝোতার চেষ্টা চলছে। এ টানাপোড়েনের মধ্যেই গতকাল বুধবার মারামারিতে আত্মপ্রকাশ করেছে গণঅভ্যুত্থানের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া প্রাধান্যে বিক্ষোভ করেন গণঅভ্যুত্থানে প্রতিরোধ গড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ছাত্র সংগঠনের মতো তরুণদের রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েও চলছে বিরোধ। এতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা নতুন দলে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদেরসহ বিক্ষুব্ধদের ফেরানোর চেষ্টা করছেন দলের নেতৃত্ব নিতে যাওয়া সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
বণিক বার্তা
কৃষি খাদ্যপণ্যের বাজার প্রায় ১৫ বিলিয়ন ডলারের, আমদানির প্রয়োজন পড়ে ৫ বিলিয়নের
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও আমদানিনির্ভরতা এখনো প্রকট। পরিসংখ্যান বলছে, দেশে উৎপাদিত কৃষিপণ্যের বাজারের আকার প্রায় ১০ বিলিয়ন ডলার। তবে খাদ্য চাহিদা মেটাতে আমদানি করা হয় আরো প্রায় ৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য। সে হিসাবে দেশে মোট কৃষিপণ্যের বাজারের আকার ১৫ বিলিয়ন ডলারের মতো। ফলে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা কতটুকু যুক্তিসংগত, সে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। আমদানির বিকল্প হিসেবে কৃষিপণ্য উৎপাদনে আরো জোর দেয়ার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা।
প্রথম আলো
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা: জীবনানন্দ–জগদীশচন্দ্রের নাম বাদ দিয়ে এখন দায় নিচ্ছেন না কেউ
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা থেকে জীববিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, প্রখ্যাত রসায়নবিদ ও শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পদার্থবিজ্ঞানী ও শিক্ষক সত্যেন্দ্রনাথ বসু, কবি জীবনানন্দ দাশ, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মতো মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে সমালোচনার পর এখন আর কেউ দায় নিচ্ছেন না।
শিক্ষার্থীরা বলছেন, মনীষী ও বুদ্ধিজীবীদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের কথা তাঁরা বলেননি। ‘হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটি’ বলছে, তারা শুধু নামের প্রস্তাব সংকলন করে জমা দিয়েছে। সিন্ডিকেট সদস্যরা বলছেন, তাঁরা শুধু কমিটির প্রতিবেদন অনুমোদন করেছেন। অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, শুধু তাঁর ওপর দায় চাপানো ঠিক না।
কালের কণ্ঠ
রাজধানীতে সিসি ক্যামেরা সংকটে বাড়ছে অপরাধ
রাজধানীতে বেশ কিছু দিন ধরে ছিনতাইকারী ও ডাকাতের আতঙ্কে তটস্থ নগরবাসী। অনেক এলাকায় সন্ধ্যার পর ঘর থেকে বের হতে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। এসব অপরাধ তদারকে নেই পর্যাপ্ত ক্লোজড সার্কিট ক্যামেরা। রাজধানীতে মোট দুই হাজার ১০০ সিসি ক্যামেরা বসানো ছিল, যা দিয়ে এত দিন রাজধানীর অর্ধেক এলাকায়ও তদারকির কাজ করা যায়নি।
এর মধ্যে তিন শতাধিক ক্যামেরা অকেজো হয়েছে বলে জানা গেছে। এতে অপরাধমূলক বিভিন্ন ঘটনার ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা যাচ্ছে না। ফলে অনেক অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সমকাল
অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা
ছিনতাইকারী সন্দেহে গেল মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে পিটিয়ে ফুট ওভারব্রিজে ঝুলিয়ে রাখে জনতা। সিলেটেও একই অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে দেওয়া হয়। এর আগে ১৬ জানুয়ারি টাঙ্গাইলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় একজনকে।
শুধু এই চারটি ঘটনাই নয়, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, গত আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে দেশে ১১২ জন গণপিটুনিতে মারা গেছেন। ২০২৩ সালে এমন ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়। সেই তুলনায় গেল ছয় মাসেই দ্বিগুণের বেশি মৃত্যু হয়েছে।
প্রথম আলো
বাস্তুচ্যুতির পরিসংখ্যান নেই, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
সালটা ১৯৮৮। বরিশালের উজিরপুরের বেলায়েত হোসেন তখন সদ্য বিয়ে করেছেন। ছিলেন জাহাজের কর্মচারী। সন্ধ্যা নদীর তীরে ছিল তাঁদের বাড়ি। ’৮৮–এর বন্যায় ঘরবাড়ি সব বিলীন হয়ে যায়। জীবিকার সন্ধানে নববধূর হাত ধরে বাগেরহাটের মোংলার উদ্দেশে পাড়ি জমান তিনি।
বাগেরহাটের কয়েকটি এলাকায় উদ্বাস্তুর মতো ছিলেন তিন দশক। ২০১৯ সালে মোংলা পৌরসভার নারিকেলতলা আবাসন প্রকল্পে সরকারি একটি ঘর পান বেলায়েত। পাঁচ সদস্যের পরিবারটি ৫০০ বর্গফুটের টিনের চালার ঘরটিতে মাথা গুঁজে আছে কোনোমতে।
বণিক বার্তা
ইউএসএআইডির অর্থায়ন বন্ধে ওষুধ সংকটের শঙ্কা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাসিন্দা আমেনা বেগম (৬৫)। দীর্ঘদিন ধরে ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। স্থানীয় একটি হাসপাতালে প্রথমে তাকে ভর্তি করা হয়। অবস্থার কোনো উন্নতি না হলে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় নয়দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন তিনি। তার মতো এ রকম অনেক রোগী নিয়মিত দূর-দূরান্ত থেকে এ হাসপাতালে ভর্তি হতে আসে। স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার কারণে হাসপাতালটিতে থাকে রোগীর ভিড়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এতদিন এ হাসপাতালে যক্ষ্মা (টিবি) রোগের ওষুধ সরবরাহ করে আসছিল। তবে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় ওষুধ সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এছাড়া ৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব; ১১৬-তে আটকে আছে পৃথক সচিবালয়; বিক্ষোভ-হাতাহাতির মধ্যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ; মাহফুজ আলম নতুন তথ্য উপদেষ্টা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।