এবিএম মূসা-সেতারার জন্মবার্ষিকী : আজীবন সম্মাননা পেলন আমান উল্লাহ

সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত এবিএম মূসা এবং তার স্ত্রী বাংলাদেশে নারী সাংবাদিকতার অন্যতম অগ্রদূত সেতারা মূসার জন্মবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমান উল্লাহকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
এবিএম মূসার ৯৪তম এবং সেতারা মূসার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এবিএম মূসা ও সেতারা মূসার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, এবিএম মূসা একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন। তিনি তুখোড় রিপোর্টার ও সম্পাদক ছিলেন। সেই মানের সাংবাদিক ও সম্পাদক এখন আমরা পাই না। সেতারা মূসা দৈনিক অনেক পত্রিকায় কাজ করেছেন। সেই সময় সাংবাদিকতা করা নারীদের জন্য খুব সাহসী কাজ ছিল। এখন আমরা অনেক নারী সাংবাদিক দেখি, কিন্তু শুরুর দিকে এটি অনেক কঠিন কাজ ছিল। সেগুলো আমরা মনে রাখবো। সেতারা মূসা যে শুধু সাংবাদিকতা করেছিলেন তা নয়, তিনি নারী সাংবাদিকদের সংগঠিত করেছিলেন।
এবিএম মূসা ও সেতারা মূসার মেয়ে মরিয়ম সুলতানা মূসা রুমার সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু প্রমুখ।
এএসএস/এসএম