আদালতে মামলার জট সব রেকর্ড ছাড়িয়ে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বোতলের সয়াবিনের সংকট, চড়া দামে বিক্রি খোলা তেল
ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি বাজার ঘুরে গতকাল শুক্রবার দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। বিশেষ করে পাঁচ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরেই এই সংকট চলছে। এই সুযোগে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক মাসে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১৫ থেকে ১৭ টাকা। বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ টাকা লিটার দরে। এই দর সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারে ২৮ থেকে ৩৩ টাকা বেশি। খোলা তেলের দাম বোতলের তেলকে ছাড়িয়ে গেছে। বোতলের সয়াবিন তেলের নির্ধারিত
বণিক বার্তা
বাদ পড়েছে নদী রক্ষা কমিশনের তালিকার ২০০ নদীর নাম
জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১ হাজার ১৫৬টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে আগামী ১৪ এপ্রিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের এ তালিকা থেকে বাংলাদেশ নদী রক্ষা কমিশনের তালিকাভুক্ত নদ-নদী বাদ পড়েছে ২০০টি। আর ওই তালিকার বাইরে থেকে নদীর নাম নতুন করে যুক্ত হয়েছে ১৪৮টি। এমনকি মন্ত্রণালয়ের আওতাভুক্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তালিকার ১৮টি নদ-নদীর নামও এ তালিকায় যুক্ত হয়নি।
সমকাল
আদালতে মামলার জট সব রেকর্ড ছাড়িয়ে
সরকার ও সুপ্রিম কোর্ট প্রশাসনের নানামুখী উদ্যোগ সত্ত্বেও দেশের উচ্চ ও অধস্তন আদালতে মামলাজট বাড়ার হার কোনোভাবেই কমছে না। বরং মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি কম হওয়ায় প্রতি বছরই বাড়ছে এ জট। গত আগস্ট থেকে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে বিচারক নিয়োগের পাশাপাশি অধ্যাদেশ জারি এবং উচ্চ ও অধস্তন আদালতে প্রায় সাড়ে তিন হাজার আইন কর্মকর্তাও বদল করে সরকার। তারপরও ২০২৪ সালে আদালতে মামলাজট বেড়েছে দুই লাখ ১৭ হাজার ৪টি। এরমধ্যে শেষ ছয় মাসে বেড়েছে এক লাখ ৩৫ হাজার ৬৪১টি। দেশের সব আদালতে বর্তমানে মামলার সংখ্যা ৪৫ লাখ ১৬ হাজার ৬০৩টি। মামলা বাড়ার তথ্য অনুযায়ী এ হার গত এক যুগে সর্বোচ্চ। চলতি বছরের দুই মাসে এ সংখ্যা আরও বেড়েছে।
কালের কণ্ঠ
বইমেলায় বইয়ের সংখ্যা ও বিক্রি কমেছে
শেষ হয়েছে লেখক-প্রকাশকের মহোৎসব অমর একুশে বইমেলা ২০২৫। এবারের মেলায় বই প্রকাশের সংখ্যা এবং বিক্রি দুটোই কমেছে। মেলা নিয়ে লেখক-প্রকাশকের অসন্তোষের মধ্যেই গতকাল শুক্রবার পর্দা নেমেছে বইমেলার। গত বছরের তুলনায় এবার অমর একুশে বইমেলায় প্রায় সাড়ে চার শ বই কম প্রকাশিত হয়েছে।
গতকাল মেলার শেষ দিনে নতুন বই এসেছে ৩৩৫টি। এ নিয়ে ২০২৫ সালের বইমেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৯৯টি। ২০২৪ সালে নতুন বই প্রকাশের সংখ্যা ছিল তিন হাজার ৭৫১টি। এর আগের বছর বই প্রকাশিত হয়েছিল তিন হাজার ৭৩০টি।
যুগান্তর
হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা ৩০ ব্যবসায়ী
দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ-চাক্তাই থেকে ১৬ বছরে হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন অন্তত ৩০ ব্যবসায়ী। তাদের প্রতারণার শিকার হয়ে এখানকার কয়েক শ ব্যবসায়ী পথে বসেছেন। লাপাত্তা ব্যবসায়ীদের কেউ কানাডা, কেউ দুবাইসহ বিভিন্ন দেশে বিলাসী জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, এ বিষয়ে বিভিন্ন সময় ব্যবসায়ী সংগঠনে বিচার দিলেও তারা সুবিচার পাননি। উলটো অনেক ব্যবসায়ীকে পালাতে সহায়তা করেছেন কথিত ব্যবসায়ী নেতারা। বিগত সরকারের আমলের পুরোটাই খাতুনগঞ্জ-চাক্তাই ব্যবসাকেন্দ্রে চলেছে প্রতারকদের রাজত্ব। যে কারণে বিশ্বাসের ভিত্তিতে চলা ব্যবসা-বাণিজ্যে পড়েছে অবিশ্বাসের কালো ছায়া। বাকিতে লেনদেন বন্ধ হয়ে গেছে বললেই চলে। ভোগ্যপণ্যের কেনাবেচায় ডিও ব্যবসা ও স্লিপ বাণিজ্যের মাধ্যমে নানা কৌশলে প্রতারকরা বিপুল অঙ্কের এই টাকা হাতিয়ে নিয়েছে।
সমকাল
জেলা প্রশাসক নন, যেন দুর্নীতির কারিগর!
জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পেয়ে গত সরকারের আমলে বেপরোয়া দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছিলেন কোনো কোনো উপসচিব। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলেও সরকারের শীর্ষ মহলের প্রশ্রয়ে পার পেয়ে গেছেন তারা। ন্যূনতম তদন্তও হয়নি। আবার কারও কারও দুর্নীতি তদন্তের নামে দেওয়া হয়েছিল ধামাচাপা। চাকরির মেয়াদ শেষের দিকে তাদের প্রায় সবাই প্রশাসনের শীর্ষস্থানীয় পদ সচিব ও সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
কালের কণ্ঠ
দৌড়ের ওপর ‘নৈশভোটের’ দোসর পুলিশ কর্মকর্তারা
এখন দৌড়ের ওপর আছেন আওয়ামী শাসনামলে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। তাঁরাই ছিলেন গত সরকারের আমলে পুলিশের সবচেয়ে দাপুটে কর্তাব্যক্তি। গত মঙ্গলবার এ ধরনের ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করার পর এখন তাঁদের অর্জিত অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি এ বিষয়ে পত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
প্রথম আলো
ওষুধের কাঁচামাল তৈরির শিল্প দাঁড়াতে পারেনি
ওষুধের কাঁচামাল তৈরির শিল্প দেড় দশকের বেশি সময়েও দাঁড়াতে পারেনি। এ শিল্পের জন্য বরাদ্দ জমি ফাঁকা পড়ে আছে। চাহিদার ৯৫ শতাংশ ওষুধ দেশে তৈরি হলেও এর কাঁচামালের প্রায় পুরোটাই আমদানিনির্ভর।
১৭ বছর আগে মুন্সিগঞ্জের গজারিয়ায় এ শিল্প প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দ দিয়েছিল সরকার। সেখানে মাত্র দুটি প্রতিষ্ঠান কাঁচামাল উৎপাদন শুরু করেছে। দুটি প্রতিষ্ঠান প্রাথমিক কাজ শুরু করেছে। ২৩টি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ জমি ফাঁকা পড়ে আছে।
সমকাল
ডান বাম শিবির কওমি সবাইকে নিয়েই কমিটি
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে ১০ জন এ দলের শীর্ষ পদে আছেন। গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আখতার হোসেন এ কমিটি ঘোষণা করেন। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, মধ্য, ডান, বাম, শিবির, কওমিপন্থি এবং আদিবাসী ও ১৫ নারী স্থান পেয়েছেন।
কালের কণ্ঠ
রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর পর রমনা মডেল থানায় মামলা হয়। কিন্তু অগ্নিকাণ্ডের এক বছর পার হলেও কাউকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা পড়েনি।
তদন্তের স্বার্থে কয়েকটি প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এই তথ্য না আসায় কাজ এগোচ্ছে না বলে কালের কণ্ঠকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক শাহজালাল মুন্সি।
বণিক বার্তা
রমজানের বাজারে আগের বছরের তুলনায় ছোলার দাম বেড়েছে ১৫%
২০২৪ সালের রোজার আগে খুচরায় প্রতি কেজি ছোলা বিক্রি হয় ১০০-১০৫ টাকায়। এবার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। সেই হিসাবে রমজানের বাজারে আগের বছরের তুলনায় ছোলার দাম বেড়েছে ১৫ শতাংশ। বাজার বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।
এদিকে পাইকারি বাজারের তুলনায় খুচরায় বেশি দামে বিক্রি হচ্ছে ছোলা। পাইকারি বাজারের দামের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে খুচরা ব্যবসায়ীরাও বাড়তি মুনাফা করছেন। এক্ষেত্রে দেশের একেক অঞ্চলে একেক দামে বিক্রি হচ্ছে আগামী এক মাসের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন পণ্য ছোলা। রোজার মাঝামাঝিতে চাহিদা কমে যাওয়ার আগে মানুষের চাহিদা ও বাজার তদারকির অভাবে বাড়তি মুনাফার আশায় আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়েও মজুদ করে অতিরিক্ত মুনাফা করছেন ব্যবসায়ীরা।
যুগান্তর
টাকা পাচার কমেছে বাড়ছে পণ্য সরবরাহ
ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির আড়ালে টাকা পাচার বন্ধ হওয়ায় এখন পণ্যের আমদানি বেড়েছে। এতে পণ্যের জোগান বেড়ে মজুত ও খুচরা বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। পাশাপাশি ডলারের হিসাবে আমদানি কমলেও পরিমাণে বেড়েছে। কারণ আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমেছে ও এলসির আড়ালে টাকা পাচার বন্ধ হওয়ায় ঋণপত্রের পুরো পণ্যই দেশে আসছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বন্দর কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলোর তদারকি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিত্যপণ্যের এমন চিত্র পাওয়া গেছে।
এছাড়া সড়কে শৃঙ্খলায় উদাসীন সবাই; নতুন বাংলাদেশ গড়ার শপথ; ভারত ও পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে; সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার বার্তা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।