এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
কক্সবাজার-মাতারবাড়ী: সড়কটি যেন ‘সোনা দিয়ে মোড়ানো’ হবে
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ২৭ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৯৪২ কোটি টাকা। ফলে সড়কটির প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে প্রায় ৪৭৬ কোটি টাকা।
দেশে এটাই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল সড়ক। এর আগে কোনো সড়ক নির্মাণে কিলোমিটারপ্রতি এত ব্যয় হয়নি।
সমকাল
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৭
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে ১৪ ডাকাত, ১২ পেশাদার ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১২ চোর, ৯ মাদক কারবারি, ৩১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের নামে রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যুগান্তর
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন। ‘আইনজীবী পেশা’ ছাড়া বৈধ আয়ের অন্য কোনো উৎস নেই তার। এর পরও কয়েক বছরেই গড়েছেন বিপুল অবৈধ সম্পদ। ছেলেমেয়ে, মেয়ের জামাইসহ পরিবারের সদস্যদের নামে ব্যাংক হিসাব খুলে লেনদেন করেছেন কয়েকশ কোটি টাকা। ঘুসের টাকাও নিয়েছেন এসব অ্যাকাউন্টে। অবৈধ এসব অর্থ দিয়ে নিজের এবং পরিবারের সদস্যদের নামে কিনেছেন জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গোয়েন্দা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কালের কণ্ঠ
এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং
চাহিদার অতিরিক্ত সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে এবারও গরমের সময় বিদ্যুত্সংকটে লোডশেডিং বাড়বে। জ্বালানি আমদানির অনিশ্চয়তা ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধে বিলম্বের কারণে গ্রীষ্মে সারা দেশে ব্যাপক লোডশেডিংয়ের শঙ্কা রয়েছে বলে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সংকটের মূলে রয়েছে জ্বালানিসংকট, বিপুল পরিমাণ দেনার বোঝা এবং ডলার সংকট। পরিস্থিতি যতটা সম্ভব সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুত্ বিভাগ।
আরও পড়ুন
বণিক বার্তা
বিদ্যুতে ভর্তুকি বরাদ্দ বাড়ছে গত অর্থবছরের তুলনায় ৭৭%
বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ ৬২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট ঘোষণাকালে বিগত সরকার এ বাবদ বরাদ্দ রেখেছিল ৪০ হাজার কোটি টাকা। আর বিগত ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দেয়া ভর্তুকির পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকা। সে অনুযায়ী সংশোধিত বাজেটে বিদ্যুতে ভর্তুকি বাবদ বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে ২২ হাজার কোটি টাকা বা ৫৫ শতাংশ। আর বিগত অর্থবছরের চেয়ে বরাদ্দ বাড়ছে ৭৭ শতাংশ।
প্রথম আলো
রাজু ভাস্কর্য যাঁর নামে, সেই রাজু কে, কীভাবে শহীদ হয়েছিলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সড়কের ওপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীদের কাছে প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত এই ভাস্কর্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে গুলিতে শহীদ হওয়া মঈন হোসেন রাজুর স্মৃতিকে জীবন্ত রাখতে এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। যে রাজুর নামে এ ভাস্কর্য, আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) তাঁর মৃত্যুবার্ষিকী।
রাজু শহীদ হয়েছিলেন ১৯৯২ সালের ১৩ মার্চ। কাকতালীয়ভাবে তখনো পবিত্র রমজান মাস চলছিল। রাজুর কিছু হয়েছে, এ খবর পরিবারের সদস্যরা ফোনে জানতে পারেন ইফতারের সময়।
যুগান্তর
জল্লাদের ভূমিকায় ‘অ্যাকশন গ্রুপ’
শুরুতে সাদা পোশাকে তুলে নিতেন। পরে গুম করে রেখে দিতেন পুলিশ লাইনের গোপন বন্দিশালায় (আয়নাঘর)। তিন থেকে এক বছরের বেশি সময় অনেককে গুম করে রাখা হতো। এ তালিকায় বাদ যায়নি পুলিশ কর্মকর্তার ছেলেও। এ সময় চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে আয়নাঘরে রাখা ব্যক্তিদের জড়ানো হতো ভুয়া জঙ্গি মামলায়। যাদের কারও কারও হদিস মিলত না। নির্মম নির্যাতনের পর কাউকে সড়ক দুর্ঘটনা দেখিয়ে মেরে ফেলা হতো। পেট কেটে কারও লাশ ফেলে দেওয়া হতো নদীতে। চাঞ্চল্যকর এমন সব ঘটনায় এরই মধ্যে গুম কমিশন অব ইনকোয়ারিতে লিখিত অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। এছাড়া ওই সময় বগুড়া ও আশপাশের এলাকায় আতঙ্কের নাম ছিল অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। এলাকার মানুষ আরিফ মণ্ডলের আয়নাঘরের ভয়াবহতার কথা জানলেও ভয়ে মুখ খুলতেন না।
যুগান্তর
ডায়ালাইসিস যন্ত্রের দরপত্রে ‘ষড়যন্ত্র’
প্রকল্পটি যেন চড়ে বসেছে কচ্ছপের পিঠে। পাঁচ বছর পার হলেও নানা ফিকির আর ষড়যন্ত্রে এক আনা কাজও এগোয়নি। প্রকল্পের মেয়াদ শুধু বাড়ছেই। এ পর্যন্ত প্রকল্পের টাকা খরচ হয়েছে মাত্র দুই লাখ। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে গোঁজামিল দিয়ে তিন দফা দরপত্র আহ্বান করে স্বাস্থ্য অধিদপ্তর।
তবে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান শর্ত পূরণ করতে না পারায় প্রতিবারই দরপত্র বাতিল করতে হয়। প্রকল্প গতিশীল না হওয়ায় কেনা যায়নি যন্ত্রপাতি। ফলে ৪৪ জেলার কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা এখনও অধরা থেকে গেছে।
প্রথম আলো
বছরে ১৭ হাজার মানুষের মৃত্যু কিডনির রোগে
কিডনির রোগে ভুগছেন দেশে এমন মানুষের অনুমিত সংখ্যা ১ কোটি ২৯ লাখের বেশি। প্রতিবছর কিডনির রোগে প্রায় ১৭ হাজার মানুষ মারা যান। মূলত ৯ ধরনের কিডনির রোগে এই মৃত্যু হয়। কিডনির চিকিৎসায় অনেক মানুষ প্রতিবছর দেশের বাইরে যান।
বাংলাদেশে কিডনির রোগে আক্রান্ত, মৃত্যু ও কিডনির রোগের ধরন বিষয়ে এই তথ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) ওয়েবসাইটে। আইএইচএমই দেড় দশকের বেশি সময় ধরে বিশ্বের ২০০টির বেশি দেশের রোগ পরিস্থিতির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার পাশাপাশি নিয়মিতভাবে গবেষণা প্রবন্ধ প্রকাশ করছে। তাদের তথ্যভান্ডারে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলের বিভিন্ন রোগের পরিসংখ্যান পাওয়া পায়।
এছাড়া আজ আসছেন জাতিসংঘ মহাসচিব; বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগে; এমবিবিএস বিডিএস ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার নিষিদ্ধ; ৭০ হাজার কোটির উন্নয়ন প্রকল্পের দুঃখ ম্যাক্স গ্রুপ—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।