চালের ভরপুর জোগান, তবু লাফিয়ে বাড়ছে দাম

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে, কারণ কী
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) হওয়ার আগ্রহে হঠাৎ ভাটা দেখা দিয়েছে। আগে যেখানে এ পদে নিয়োগ পেতে ব্যাপক আগ্রহ থাকত, তদবিরও হতো; সেখানে এখন ডাক পেয়েও সাক্ষাৎকার দিতে যাচ্ছেন না প্রায় অর্ধেক সংখ্যক কর্মকর্তা।
ডিসি নিয়োগে এখন পর্যন্ত দুটি ব্যাচের ২৬৯ কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু সাক্ষাৎকার দিতে গেছেন ১৩৬ জন, অর্থাৎ প্রায় ৪৯ শতাংশ কর্মকর্তা সাক্ষাৎকারে অনুপস্থিত থেকেছেন।
যুগান্তর
ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার
ঋণের টাকা বিদেশে পাচারসহ ব্যাংক খাতে নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে। এ পর্যন্ত গ্রুপটির ২১ হাজার কোটি টাকার ঋণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে খেলাপি ১১ হাজার কোটি টাকা। ২৭টি ব্যাংক ও ১টি ফাইন্যান্স কোম্পানি থেকে এসব ঋণ নেওয়া হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সব নির্দেশ উপেক্ষা করা হয়েছে। কার্যত ঋণের নামে ব্যাংকগুলোতে লুটপাট চালানো হয়েছে। ঋণের টাকাই পাচার করা হয়েছে। আমদানি-রপ্তানির আড়ালে এবং হুন্ডির মাধ্যমেও পাচার করা হয়েছে অর্থ। পাচারের টাকা চার দেশে ১৮টি সেল কোম্পানিতে (মালিকানা গোপন করে বেনামি কোম্পানি) বিনিয়োগ করা হয়েছে। বিদেশে হাউজিং, গার্মেন্ট ও ট্রেডিং ব্যবসা আছে। যুক্তরাজ্যের লন্ডনের কেনসিংটনে বিলাসবহুল দুটি বাড়ি কেনা হয়। এখন পর্যন্ত বিদেশে তার প্রায় ৬৭০ কোটি টাকার সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। সব মিলে ২ হাজার কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে। বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সমকাল
চালের ভরপুর জোগান, তবু লাফিয়ে বাড়ছে দাম
বন্যায় চাষাবাদে ধাক্কা খেলেও এবার আমন উৎপাদন হয়েছে ভরপুর, আমদানিও হচ্ছে লাখ লাখ টন চাল। আগামী এপ্রিলের শেষ দিকে বাজারে ঢুকবে বোরো। তার পরও এখন রেকর্ড ছুঁই ছুঁই করছে সরু চালের দাম। ভালোমানের এ জাতের চালের কেজি সর্বোচ্চ ৮৫ টাকায় গিয়ে ঠেকেছে। বেড়েছে মোটা ও মাঝারি চালের দরও।
প্রতিবছর রোজায় শাকসবিজ, মাছ-মাংসসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়ে। এবার এসব পণ্যের দর অনেকটা ক্রেতার নাগালে। কোনো কোনো পণ্যের দাম এতটাই কম, কৃষকের উৎপাদন খরচও উঠছে না। অথচ উল্টো পথে চালের বাজার।
বণিক বার্তা
শেখ মুজিবের ছবিসংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক
রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বাড়ে। নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটায় বাংলাদেশ ব্যাংক। এবার শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পড়েছে বিড়ম্বনার মুখে। প্রথমে বলা হয়, ঈদ উপলক্ষে পুরনো ডিজাইনের নতুন নোটই বাজারে ছাড়া হবে। যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয়, ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ দ্বিধাদ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে নগদ টাকার সংকট। দেশের অনেক জেলায় ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী নগদ টাকা পাচ্ছে না বলে জানা গেছে।
কালের কণ্ঠ
চালে অস্বস্তি, অন্য পণ্যে স্বস্তি
উচ্চ মূল্যস্ফীতিতে কিছুটা লাগাম টানা গেছে গত মাসে। শাক-সবজিজাতীয় পণ্যের দাম কিছুটা সহনীয়। তবে এই আত্মতৃপ্তির মধ্যেই নীরবে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। বিশেষ করে মিনিকেট হিসেবে পরিচিত চালের দাম এক লাফে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
আজকের পত্রিকা
সংস্কার ও ভোট প্রশ্নে ছাড় দিচ্ছে না কেউ
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য দেশের সংবিধান-রাজনীতিসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কার করা। সেই লক্ষ্যে তারা বেশ কিছু কমিশন গঠন করেছে এবং কমিশনগুলো অনেক প্রস্তাব করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছাড়া এসব সংস্কার করাও কঠিন। কিন্তু সংবিধান থেকে শুরু করে নির্বাচনসহ অনেক বিষয়ে প্রধান দলগুলোর অবস্থানে বেশ ফারাক লক্ষ করা যাচ্ছে। সরকারের দিক থেকে ঐকমত্য কমিশন করে আলাপ-আলোচনার ভিত্তিতে এই মতৈক্য ঘোচানোর চেষ্টা চলছে। তারপরও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দলগুলো নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ।
আরও পড়ুন
সমকাল
রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলবে ঢাকা
মিয়ানমারের রাখাইনের সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়েছে। আর মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন দখলে থাকা আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে চলতি মার্চ বা আগামী এপ্রিলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। এ কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে চায় সংস্থাটি। তবে ঝুঁকি বিবেচনায় অনুমতি দিতে ধীরে চলো নীতি অনুসরণ করছে বাংলাদেশ।
১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করে গেলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রমজান উপলক্ষে রোহিঙ্গা ও বাংলাদেশিদের প্রতি সংহতির এ সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও যুবসমাজের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ ছাড়া পরিদর্শন করেছেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং ইফতারেও অংশ নিয়েছেন সেখানে।
দেশ রূপান্তর
ঈদের পর ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ
ঈদের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যেতে পারে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠপর্যায়ে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর হবে। তবে এ প্রতিযোগিতা দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জামায়াত প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। এ নিয়ে মাঠের কর্মসূচিতে রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে পারে।
প্রথম আলো
নির্বাচন নিয়ে ধূম্রজাল বাড়াল ‘সংক্ষিপ্ত’ ও ‘বৃহৎ সংস্কার’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো মনে করছে, নির্বাচনের সম্ভাব্য সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টা এত দিন যে অবস্থান প্রকাশ করেছিলেন, সর্বশেষ বক্তব্যে তাঁর আগের অবস্থান আবার কিছুটা নড়চড় হয়েছে। দলগুলোর নেতারা বলছেন, এতে সরকার সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করবে এবং নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শুক্রবার ঢাকায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে সরকারের বিভিন্ন রকম সংস্কারের উদ্যোগ এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলেন। সেখানে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ নিয়ে একমত হয়, তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে তারা যদি ‘বৃহৎ সংস্কার প্যাকেজ’ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।
কালের কণ্ঠ
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, চলতি বছরের প্রথম দুই মাসে এক লাখ ৬০ হাজার ৩০৩ জন কর্মী বিদেশ পাড়ি দিয়েছেন। এর মধ্যে এক লাখ ২০ হাজার ৮৭৬ জন কর্মী সৌদি আরব পাড়ি দিয়েছেন। অর্থাত্ বিভিন্ন শ্রমবাজারে যাওয়া মূল কর্মীর ৭৫.৪০ শতাংশই সৌদি আরব গেছে। এমনকি এই বাজারে গত বছরের প্রথম দুই মাসের যাওয়া কর্মীর চেয়ে চলতি বছরের প্রথম দুই মাসে ২২.৭৭ শতাংশ কর্মী বেশি গেছে।
বণিক বার্তা
প্রাণহানি বেশি রংপুর বিভাগে, জেলা হিসেবে লালমনিরহাটে
বাংলাদেশ সীমান্তে ২০২০ থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৫১ জন বাংলাদেশী। তাদের মধ্যে কমপক্ষে ১১৮ জনই গুলিতে নিহত হয়েছেন। এর মধ্যে একজন মিয়ানমার সীমান্তে গুলিতে নিহত হয়েছেন। বাকি ১১৭ জন নিহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে। গত পাঁচ বছরের সীমান্ত হত্যাকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায়, বিভাগ হিসেবে রংপুরেই সবচেয়ে বেশি সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময়ে সীমান্তে প্রাণ হারানো ১১৮ জনের মধ্যে ৬১ জনই রংপুর বিভাগের। অর্থাৎ মোট নিহতের ৪০ শতাংশই এ বিভাগের। আর জেলা হিসেবে নিহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি লালমনিরহাটে।
সমকাল
কেউ ৩৫, কেউ ১৫ বছর ধরে করছে ছিনতাই-ডাকাতি
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে স্বর্ণ ছিনতাইকারীদের চক্রে আছে অন্তত ২০ জন। তাদের কেউ ৩৫ বছর, কেউ ১৫ বছর ধরে ছিনতাই-ডাকাতি করছে। চক্রের সদস্যরা বিভিন্ন এলাকার স্বর্ণের দোকান ও স্বর্ণ আনা-নেওয়া করে এমন ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে ছিনতাইয়ের ছক আঁকে। বনশ্রীর ঘটনার আগেও তারা রেকি করেছিল দু’দিন। ঘটনার সময় ‘ব্যাকআপ’ গ্রুপ প্রস্তুত রাখা ছিল।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছিনতাইয়ে সরাসরি অংশ নেয় সাতজন। যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন সরাসরি অংশ নিয়েছিল। তারা হলো– দলনেতা কাওসার সিকদার এবং সহযোগী আমিনুল ইসলাম ও সুমন। অন্য তিনজন– খলিলুর রহমান, ফরহাদ আলী ও দুলাল চৌধুরী। তারা ছিনতাইয়ের ঘটনায় অন্য দায়িত্ব পালন করে। তিনটি মোটরসাইকেলে সাতজন এসেছিল। মোটরসাইকেলে নম্বর প্লেট ছিল না। তাদের আরেকটি দল রামপুরা বিটিভি ভবনের সামনে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অবস্থান করছিল। স্বর্ণ ছিনতাই করে ওই সাতজন মোটরসাইকেলে চলে যায় বিটিভি ভবনের সামনে। সেখানে আগে থেকে অবস্থান করা লোকজনের সঙ্গে চারজন অটোরিকশায় উঠে যে যার বাসায় চলে যায়। অন্য তিনজন মোটরসাইকেল চালিয়ে তাদের বাসায় যায়। ছিনতাইয়ের এক সপ্তাহ আগে পরপর দু’দিন তাদের একটি দল বনশ্রীর সি ব্লকের ৫ নম্বর সড়কে ‘অলংকার জুয়েলার্স’ এবং এর মালিক আনোয়ার হোসেনের ডি ব্লকের ৭ নম্বর রোডে বাড়ির সামনে রেকি করে। আনোয়ার কখন দোকান বন্ধ করেন এবং কীভাবে কোন পথে বাসায় ফেরেন, সেসব অনুসরণ করেছিল তারা। এর পর চক্রের সব সদস্য মিলে আলোচনা করে ‘অপারেশনের’ সিদ্ধান্ত নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি তারা ছিনতাই করে।
দেশ রূপান্তর
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের মধ্যে চারটি ইজারায় চালু হলেও বড় পরিসরে উৎপাদনে যায়নি তিনটি। বাকি পাঁচটি পাটকলের চারটি বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেওয়া হলেও মিলছে না প্রত্যাশিত বিনিয়োগকারী। এ ছাড়া অন্যটির মালিকানা নিয়ে মামলা চলায় কোনো সিদ্ধান্তই নেই। ফলে ইজারাবিহীন মিল কবে চালু হবে তা অনিশ্চিত। যা নিয়ে হতাশ ও অস্বস্তিতে শ্রমিকরা। ক্ষুব্ধ খুলনাবাসীও।
এছাড়া তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা; ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল; তারেক রহমান / বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যার বিচার করা হবে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।