দেশে আবহাওয়ার পূর্বাভাস এখনো যথাযথ নয়, কিন্তু কেন

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ঈদে লম্বা ছুটিতেও মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
এবার ঈদুল ফিতরে টানা ৯ দিনের লম্বা ছুটি। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তির হওয়ার প্রত্যাশা সরকারের। কিন্তু দেশের দুটি মহাসড়কে উন্নয়নকাজ, অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের। বিশেষ করে ঈদের আগের দুই দিন যানবাহনের চাপ বেড়ে গেলে আর ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকলে তা যানজটে রূপ নিতে পারে।
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এই সড়কের নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত হাটবাজারের কারণে এমনিতেই চাপ থাকে।
বণিক বার্তা
পরিশোধন ও উৎপাদন প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার প্রায় অর্ধেক অলস পড়ে থাকছে
দেশে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দৈনিক সয়াবিন তেল উৎপাদন সক্ষমতা প্রায় সাড়ে ১৭ হাজার টন। এর অর্ধেকই এখন অব্যবহৃত থাকছে। এজন্য গ্যাস সংকট ও এলসি জটিলতাকে দায়ী করছেন খাতসংশ্লিষ্টরা। ভোজ্যতেলের বাজারে সরবরাহ বাড়ানোর জন্য বিষয়গুলোর দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করছেন তারা।
বর্তমানে সয়াবিন তেলসহ দেশে সার্বিক ভোজ্যতেলের বাজারে আধিপত্য করছে দেশের চারটি বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বীজ ও অপরিশোধিত তেল আমদানির পর তা থেকে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধন করে বিপণন করছে প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠান হলো সিটি গ্রুপ, টি কে গ্রুপ, মেঘনা গ্রুপ ও এস আলম গ্রুপ। বাজার বিশ্লেষক ও এসব প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা বলছেন, আমদানিনির্ভর ভোজ্যতেলের বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য এলসি-সংক্রান্ত জটিলতার দ্রুত নিরসন জরুরি। একই সঙ্গে এ খাতে গ্যাসের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করাও প্রয়োজন। আবার কোনো ধরনের কারসাজির মাধ্যমে ভোজ্যতেলের বাজারে যাতে কোনো অস্থিতিশীলতা তৈরি না হয়, সে বিষয়েও সরকারের কঠোর নজরদারি চালাতে হবে।
কালের কণ্ঠ
ঈদে বেতন-বোনাস, ছুটি ও বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চলগুলোতে চলমান উত্তাপ এখনো কাটেনি। বরং প্রতিদিনই আন্দোলন, বিক্ষোভ, কর্মবিরতিতে সোচ্চার আছেন কর্মীরা। সরকারের ত্রিপক্ষীয় কমিটির (মালিক-শ্রমিক এবং সরকারের) বৈঠকে সমন্বিত উদ্যোগের ফলে মজুরি ও বোনাস নিয়ে সংকট কিছুটা প্রশমন হলেও এখনো কয়েকটি কারখানা ঝুঁকিতে রয়েছে। এই নিয়ে গতকাল শনিবার কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষও ছিল।
আজকের পত্রিকা
অনির্বাচিতদের দেশ চালানোর অপচেষ্টা দেখছে বিএনপি
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আজ রোববার মতামত জমা দেবে বিএনপি। এর আগে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে পাঠানো জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
সংস্কার কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদেরা অপাঙ্ক্তেয় এবং অনির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়।’
মানবজমিন
জুলাই অভ্যুত্থানের আহত-শহীদদের নাম অন্তর্ভুক্তি বন্ধ
জুলাই অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা ছিলেন জাহিদ-এ-রহিম। সে সময়টায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা। ১৯শে জুলাই শুক্রবার জুমার পর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বেলা ৩টার দিকে ছাত্রলীগের আক্রমণ এবং পুলিশের গুলির সামনে প্রতিরোধ গড়ে তোলেন জাহিদরা। তবে মুহুর্মুহু গুলির সামনে টিকতে পারেননি জাহিদ। গুলিতে ঝাঁজরা হয় তার শরীর। রক্তে ভেজা শরীর লুটিয়ে পড়ে সড়কে। শহীদ হন জাহিদ-এ-রহিম। কিন্তু এখনো শহীদের সরকারি তালিকায় নাম আসেনি জাহিদের। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-এমআইএস বন্ধ থাকায় তার নাম তালিকাভুক্ত করা যাচ্ছে না।
কালের কণ্ঠ
দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে জাতীয় নির্বাচনী প্রস্তুতি ও রাষ্ট্রের সংস্কারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। অন্তর্বর্তী সরকার ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ বাস্তবায়নের দিকে যাবে নাকি ‘বৃহৎ সংস্কার প্যাকেজ’ নিয়ে এগোবে তা রাজনৈতিক দলগুলোর মতামতের ওপরই নির্ভর করছে। তবে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, শেষ পর্যন্ত ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনে যেতে পারে সরকার। কারণ রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যেসব প্রস্তাব রেখেছে, তাতে ইতিবাচক জবাবের সঙ্গে ভিন্নমত প্রকাশও ঘটছে।
ইত্তেফাক
এপ্রিল থেকে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা, নেই প্রস্তুতি
ডেঙ্গু রোগী বাড়তে শুরু করলেই প্রতি বছর অভিযানে নামে দুই সিটি করপোরেশন। এর আগে ডেঙ্গুর জন্মস্থান ও ডেঙ্গু দমনে পূর্ব প্রস্তুতি থাকে না কারোই। এতে পরিপূর্ণ মশা মেরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমানো অসম্ভব হয়ে পড়ে। ইতিমধ্যে শুরু হয়েছে গরম। মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে বিভিন্ন এলাকায়। এডিস মশার প্রজনন ও বংশবিস্তারের জন্য উপযুক্ত সময় এখন। এপ্রিল থেকেই এই অবস্থা আরও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত বর্ষার আগে থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। এ বছর সরকারের আরও জোরালো প্রস্তুতি প্রয়োজন। কিন্তু এ নিয়ে তেমন কোনো প্রস্তুতিই চোখে পড়ছে না।
আরও পড়ুন
প্রথম আলো
দেশে আবহাওয়ার পূর্বাভাস এখনো যথাযথ নয়, কিন্তু কেন
সিলেট সদর ও বিয়ানীবাজার উপজেলায় ১৩ মার্চ রাতে শিলাবৃষ্টি হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। ওই শিলাবৃষ্টিতে সূর্যমুখী এবং শাকসবজির ক্ষতি হয় অনেকটা, জানান সিলেটের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিছুজ্জামান।
মার্চের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি–ঝড়ের পূর্বাভাস ছিল। কিন্তু ঠিক কখন হবে, তা জানানো হয়নি আবহাওয়ার বার্তায়। আসলে শিলাবৃষ্টি, কালবৈশাখী কিংবা টর্নেডোর মতো দ্রুত ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের সুনির্দিষ্ট সময় ও স্থান এবং ক্ষতির ধরন নির্দিষ্ট করে বার্তা দেওয়া হয় না। সেই ধরনের সক্ষমতা, প্রাযুক্তিক সরঞ্জাম বাংলাদেশ কেন, তৃতীয় বিশ্বের অনেক দেশেই নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
সমকাল
পুলিশের জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভাটা
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভেঙে পড়েছিল পুলিশি ব্যবস্থা। নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকারকে পড়তে হয় নানা প্রতিবন্ধকতার মুখে। এখনও পুরো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি পুলিশ। আইন প্রয়োগ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বাহিনীটিকে। এমন পরিস্থিতিতেও বন্ধ আছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। ওপেন হাউস ডে ও উঠান বৈঠকের মতো কার্যক্রম সেভাবে দৃশ্যমান নয়। ফলে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব বেড়েছে। জনগণ-পুলিশ ইতিবাচক সম্পৃক্ততার কর্মকাণ্ডে ভাটা দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জনগণের সঙ্গে পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের সম্পর্ক আরও সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশিষ্টজন। তারা বিস্তৃত পরিসরে জনসম্পৃক্ত কর্মসূচি চালু করার কথা বলছেন। জনতার সঙ্গে পুলিশের ভঙ্গুর সম্পর্ক পুনঃস্থাপনে এসব কার্যক্রম ভালো ফল আনতে পারে বলে মনে করছেন তারা। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশেও জনমুখী ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটিকে প্রাতিষ্ঠানিকীকরণে আইনি কাঠামোর কথাও বলা হয়েছে।
বণিক বার্তা
রেমিট্যান্স ও রফতানি বেড়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার, রিজার্ভ কমেছে প্রায় ২ বিলিয়ন
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস রেমিট্যান্স ও রফতানি আয়। চলতি অর্থবছরে এ দুই খাতেই বড় ধরনের প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ শতাংশ। আর ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রফতানি আয়ে। বৈদেশিক মুদ্রার প্রধান এ দুই উৎসের উচ্চ প্রবৃদ্ধিতেও রিজার্ভ বাড়ছে না দেশে। আট মাস ধরে রিজার্ভের পরিমাণ ওঠানামা করছে ১৯ থেকে ২১ বিলিয়ন ডলারের ঘরে।
যুগান্তর
শৃঙ্খলা ফেরেনি পুলিশে, কাটছে না অস্বস্তি
পুলিশ প্রশাসনে অস্বস্তি কাটছে না। হাইকমান্ডে অস্থির অবস্থা বিরাজ করায় আইন প্রয়োগকারী সংস্থায় ফিরছে না শৃঙ্খলা। এতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এ কারণে ঘুরে দাঁড়াতে পারছে না পুলিশ। আইনশৃঙ্খলার উন্নয়নে এনালগ মডেল আরোপ, চুক্তিভিত্তিক নিয়োগ, গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসদের পদায়নসহ নানা কারণে পুলিশ প্রশাসনে এ অবস্থা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে।
এছাড়া জটিল সমীকরণে রাজনীতির মঞ্চ; সরকার ও সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে বিএনপির; তারেক রহমান / সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে; নাহিদ ইসলাম / সামরিকীকরণ বা ফ্যাসিবাদ আসতে দেওয়া হবে না—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।