চিকিৎসকের ৭৫ শতাংশ পদ শূন্য

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ঈদে টোলঘরে যানজটের শঙ্কা, স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার কম
বিদ্যুৎ বিল দিতে এখন আর মানুষকে ব্যাংকে গিয়ে লাইন ধরতে হয় না। মুঠোফোনেই দেওয়া যায়। শিক্ষাপ্রতিষ্ঠানের বেতনও দেওয়া যায় মুঠোফোনে। এমন অনেক সেবাই এখন সহজ হয়ে গেছে। কিন্তু সেতু ও সড়কের টোল দিতে গিয়ে এখনো টোলঘর বা বুথে যানজট তৈরি হয়।
প্রতিবছর বড় ছুটি ও উৎসবের সময় দেখা যায় টোলঘরকেন্দ্রিক দীর্ঘ যানজট। এবার পবিত্র ঈদুল ফিতরেও টোলঘরে যানজটের আশঙ্কা করা হচ্ছে। কিন্তু দেশে স্বয়ংক্রিয় টোলব্যবস্থা চালু হয়েছে আরও পাঁচ-ছয় বছর আগে। যদিও তার ব্যবহার নেই বললেই চলে।
যুগান্তর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের দল। ব্যাপক জনপ্রত্যাশার স্নায়ুচাপ সৃষ্টি করে তৃতীয় ধারার এ রাজনৈতিক দলটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। কিন্তু একেবারে দল গঠনের প্রথম দিন থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সঙ্গে নানামুখী অভিযোগের চাপও ঘিরে ধরেছে তারুণ্যনির্ভর এ দলটিকে। আন্দোলনের সময় কোনো সিদ্ধান্ত না থাকলেও এই পর্যায়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করা, গণ-অভ্যুত্থানে সবচেয়ে বীরোচিত ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের অবমূল্যায়ন, শহিদ পরিবারসহ আহতদের পাশে সক্রিয়ভাবে না থাকা, দল গঠনের সময় শুধু একটি কোরগ্রুপকে প্রাধান্য দেওয়া, দল পরিচালনার তহবিল গঠন প্রশ্নে জনপ্রত্যাশা অনুযায়ী সব প্রশ্নের উত্তর স্পষ্ট না করা, সেনাবাহিনীর সঙ্গে ইনহাউস বৈঠকের তথ্য প্রকাশ্যে আনা এবং সর্বোপরি দলের শীর্ষ পর্যায় থেকে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করার ঘটনায় এনসিপিকে নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সোমবার যুগান্তরের কাছে এমন সব মন্তব্য করেন বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক।
দেশ রূপান্তর
দেশের ৪৩৫টি উপজেলা হাসপাতালের ৪৭ শতাংশ চিকিৎসকের পদ শূন্য। যে ৫৩ শতাংশ চিকিৎসক আছে, এর মধ্যে ২৮ শতাংশ চিকিৎসককে সংযুক্তি করা হয়েছে সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতালে। সে হিসেবে এই মুহূর্তে উপজেলা হাসপাতালগুলোর ৭৫ শতাংশ চিকিৎসকের পদই ফাঁকা। অর্থাৎ মাত্র ২৫ শতাংশ চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবার কাজ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ১১ মার্চের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।
প্রথম আলো
বায়ুদূষণে ঢাকাকে ছাড়াল কোন ৩ শহর
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি (শ্বাসতন্ত্রের রোগ) মেডিসিন বিভাগে শয্যাসংখ্যা ৩৭। গতকাল সোমবার প্রতিটি শয্যায় রোগী ভর্তি ছিলেন। রোগী আসলে ছিল ৯০–এর বেশি। কারণ, শয্যায় স্থান না হওয়ায় অনেক রোগী ওয়ার্ডের মেঝেতে আছেন। এ তথ্য জানালেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আনিসুর রহমান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘এক রোগীর শয্যার বিপরীতে আরও দুই রোগী রাখতে হচ্ছে। কারণ, শয্যাসংকট। দিন দিন শ্বাসকষ্টের রোগী বাড়ছে। শহরে যে দূষণ, তাতেই এ অবস্থা।’
কালের কণ্ঠ
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে সাতটি কমিশন এরই মধ্যে সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু এর সফলতা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন
প্রথম আলো
চন্দ্রিমা আর জিয়া নামের চক্কর, ১৫ বছরের অবহেলার পর এখন সংস্কার উদ্যানে
চন্দ্রিমা আর জিয়া নামের চক্করে ঘুরপাক খেয়েছে এই উদ্যান। বারবার নাম বদলালেও বদলায়নি উদ্যানের পরিবেশ। হয়নি সংস্কার ও উন্নয়ন। তবে সবশেষ নামবদলের পর গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেখা গেল, উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স প্রাঙ্গণে দেবে যাওয়া মাটি পুনর্ভরাটের কাজ চলছে। শেওলা জমে থাকা কমপ্লেক্সকে ধুয়েমুছে পরিষ্কার করা হচ্ছে। উদ্যানটির আরও কিছু জায়গায় সংস্কার করছেন শ্রমিকেরা।
জিয়া উদ্যান জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ১৫ বছর অবহেলা-অযত্নে ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্যানটির নাম চন্দ্রিমা থেকে বদলে যেমন জিয়া উদ্যান হয়েছে, তেমনি গণপূর্ত অধিদপ্তরের সুনজরও পড়েছে।
আজকের পত্রিকা
সংস্কার হবে অধ্যাদেশে, পরে সংবিধান সংশোধন
পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর মধ্য থেকে ১২১টি প্রস্তাব আশু বাস্তবায়নের জন্য চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে দুটি বিষয় রয়েছে, যেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে। কিন্তু সরকার এ দুটি বিষয়ও অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি নিয়ে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে ওই বিষয়গুলো নতুন অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানে সংযোজন করা হবে বলে জানা গেছে।
বণিক বার্তা
আট মাসে সরকার পেয়েছে ২.৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নতুন করে বিদেশী সহায়তা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়। সরকারের নানা মহল থেকেও এ বিষয়ে শোনানো হয় আশার বাণী। অথচ চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বৈদেশিক ঋণের নতুন প্রতিশ্রুতি কমে গেছে। দাতাগোষ্ঠীর কাছ থেকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় নতুন ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬৮ শতাংশ। কমে গেছে অর্থছাড়ও।
কালের কণ্ঠ
বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬৭%, চাপ বেড়েছে পরিশোধে
রপ্তানি ও প্রবাস আয় বাড়লেও প্রকল্প ঋণের প্রতিশ্রুতি কমিয়ে দিয়েছে উন্নয়ন সহযোগীরা। বিপরীতে বেড়েছে বিগত সরকারের আমলে নেওয়া ঋণ পরিশোধের চাপ। চলতি বছরের প্রথম আট মাসে ঋণ প্রতিশ্রুতি কমেছে ৬৭ শতাংশের বেশি। গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
দেশ রূপান্তর
১৫ লাখের ১০ লাখই শূন্য রিটার্ন
বিশ্বের বিভিন্ন দেশে সরকারের রাজস্ব আহরণের প্রধান উৎস আয়কর। এটি মূলত প্রত্যক্ষ কর হিসেবে বিবেচিত। এ করকেই সবচেয়ে প্রগতিশীল কর হিসেবে বিবেচনা করা হয়। কারণ এখানে যে ব্যক্তির আয় যত বেশি, তার ওপর করের আপাতনও তত বেশি। কিন্তু বাংলাদেশ এখনো বহুলাংশে শুল্ক ও ভ্যাটের মতো পরোক্ষ করের ওপর নির্ভরশীল। এর প্রধান কারণ যারা কর দেওয়ার উপযুক্ত, তারা সঠিকভাবে কর দেন না। বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের বক্তব্যে। তিনি জানিয়েছেন, চলতি করবর্ষে অনলাইনে ১৫ লাখ আয়কর রিটার্ন দাখিল হয়েছে, এর মধ্যে ১০ লাখই শূন্য রিটার্ন। অর্থাৎ এই ১০ লাখ রিটার্নের বিপরীতে কোনো রাজস্ব পায়নি সরকার।
এছাড়া ৩০ ট্রাভেল এজেন্সির আয়কর নথি তদন্ত করছে এনবিআর; তারেক রহমান / সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে; প্রিয় তামিমের জন্য সবাই উদগ্রীব; আজ ভয়াল ২৫ মার্চ—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।