ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিপুল ব্যয়ের মহাসড়ক, তবু থাকছে দুর্ঘটনার ঝুঁকি
মহাসড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। তবে বিপুল ব্যয়ের এ মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। কাঙ্ক্ষিত গতিতেও চলাচল করতে পারবে না যানবাহন।
এটি ঢাকা-সিলেট মহাসড়ক। ২০৯ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে। যদিও এ মহাসড়কের প্রায় পুরোটা ঘেঁষে রয়েছে শিল্পকারখানা, হাটবাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। মানুষ ও স্থানীয় যানবাহন পারাপার করতে হবে মহাসড়কের ওপর দিয়ে। থাকছে না পাতালপথ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা। অর্থাৎ নকশায় ঘাটতি রেখেই চলছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়কটির সম্প্রসারণের কাজ।
বণিক বার্তা
এশিয়ায় প্রতিযোগী অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশে চীনা বিনিয়োগ সবচেয়ে কম
নিজস্ব উৎপাদন কাঠামো চীনের সীমানার বাইরে বিস্তারের কৌশল ‘চায়না প্লাস ওয়ান’ নামে পরিচিত। চীনের এ কৌশলকে আপন করে নিয়ে দেশটির বিপুল পরিমাণ বিনিয়োগ আকর্ষণ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। এক্ষেত্রে চীনা বিনিয়োগের আরেক সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশে বিনিয়োগ তুলনামূলক অনেক কম।
সমকাল
পুলিশের বেহাত অস্ত্র উগ্র গোষ্ঠীর হাতে যাওয়ার শঙ্কা
পুলিশের চার হাজার ৩৭৩ অস্ত্র উদ্ধারের পরও বেহাত রয়েছে ১ হাজার ৩৭৭টি। সন্ত্রাসী, পার্বত্য এলাকার বিচ্ছিন্নতাবাদী, উগ্র গোষ্ঠী, সুযোগসন্ধানীসহ অপরাধ জগতে চলে যাওয়ার আশঙ্কায় এসব অস্ত্র উদ্ধারে আলাদা অভিযানে সরকারের অগ্রাধিকার রয়েছে।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পুলিশ মহাপরিদর্শক এবং বিভিন্ন বাহিনীর প্রধান সভায় উপস্থিত ছিলেন।
কালের কণ্ঠ
প্রশাসন ক্যাডারের কাছে পাত্তা পাচ্ছেন না অন্য কর্মকর্তারা
গত ২০ মার্চ সরকারের ১৯৬ জন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে বিসিএস ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তার সঙ্গে অন্যান্য ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তারাও রয়েছেন। অর্থাৎ প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্তত ১০ ব্যাচ সিনিয়র অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও একই পদে পদোন্নতি পেয়েছেন। শুধু তা-ই নয়, অন্যান্য ক্যাডারের ২০০ জনের মতো যোগ্য কর্মকর্তা থাকলেও পদোন্নতি হয়েছে মাত্র ৩৬ জনের।
আরও পড়ুন
বণিক বার্তা
সরবরাহ বাড়েনি, কমানো যায়নি চুরি, গ্যাসের দাম বাড়িয়েছে সব সরকারই
ব্যবসায়ীরা গ্যাসের বাড়তি দাম দিলেও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাননি। অন্তর্বর্তী সরকার গ্যাসের বিদ্যমান সংযোগে দাম না বাড়ালেও সম্প্রতি শিল্প ও ক্যাপটিভের নতুন সংযোগে ৩৩ শতাংশ দাম বাড়িয়েছে। অন্যদিকে দেশের গ্যাস খাতে হয়ে আসা অপচয়-চুরি কমেনি, গ্যাস সরবরাহও বাড়েনি। এর পরও এ মূল্যবৃদ্ধি দেশে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং অসম প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মানবজমিন
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়েছে সরকার। সেই সঙ্গে পাম তেলের দাম বাড়ানো হয়েছে ১২ টাকা। নতুন দাম অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। আর পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা। গতকাল সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করা হয়। তবে সরকারি ঘোষণার আগেই ১৩ই এপ্রিল একই পরিমাণ দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে- ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় কারা? ব্যবসায়ীরা নাকি সরকার? এমন প্রসঙ্গে বাজার বিশ্লেষকদের মন্তব্য হলো- সিদ্ধান্ত আসে ব্যবসায়ীদের কাছ থেকেই। তারা বলছেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকার মানতে বাধ্য থাকে। আর না হলে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আগেই মালিক সমিতি কীভাবে দাম বাড়ানোর ঘোষণা দেয়? তাদের দাম বাড়ানোর এই ঘোষণা প্রমাণ করে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন। সরকার শুধু এর বৈধতা দেয়।
কালের কণ্ঠ
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যকাল এরই মধ্যে আট মাস পেরিয়ে ৯ মাসে পড়েছে। রাষ্ট্র সংস্কারের কাজ কতটা এগোল এবং কবে নির্বাচন হচ্ছে, তা এখনো খুব স্পষ্ট নয়। সংস্কার ও নির্বাচনের টাইমফ্রেম নিয়ে জুলাই- আগস্টের গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও দূরত্ব বাড়ছে। এই অবস্থায় আজ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক হতে যাচ্ছে।
সমকাল
ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা এস এম শহীদুল কবির লিপু। ২৫ বিঘা জমিতে তাঁর সমন্বিত খামার। সেখানে নানা ধরনের সবজি ফলান তিনি। এবার ফলন আগের চেয়ে ভালো হয়েছে জানালেও কণ্ঠে ছিল হতাশার সুর।
হতাশার কারণও জানালেন লিপু। বললেন, ‘এবার রোজার সময় তোলা আমার একটা ফুলকপির উৎপাদন খরচ ছিল ১০ টাকা। ক্ষেতে বিক্রি করেছি দুই টাকা দরে। অথচ শহরে গিয়ে তা বিক্রি হয়েছে ২০ টাকায়। তাহলে আমি কী পেলাম? আমি কীভাবে টিকে থাকব?’ তিনি বলেন, রোজায় ভালো দাম পেতে সব কৃষক একসঙ্গে ক্ষেত থেকে সবজি তুলেছেন। কিন্তু দাম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে সবাইকে।
দেশ রূপান্তর
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের উড়োজাহাজ এখন আকাশে উড়ছে, ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের (জরুরি অবতরণ) সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত এলডিসি উত্তরণ গ্র্যাজুয়েশনবিষয়ক কমিটির প্রধান আনিসুজ্জামান চৌধুরী।
তিনি বলেছেন, ‘হবে কি হবে না এমন আশঙ্কার আর সুযোগ নেই। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। করোনা না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটত। এলডিসি উত্তরণে কোনো বাধা নেই। নীতিমালার মধ্যে কাজ করা হবে এবং সম্ভাব্য সমস্যার প্রস্তুতি ও সমাধান করা হবে।’
বণিক বার্তা
সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ
বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর দাম অন্তত ২০০ কোটি টাকা। মূল্যবান এ সম্পত্তির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুই মাস ধরে জায়গাটি বিক্রির চেষ্টা চলছে। যদিও খুঁজে পাওয়া যায়নি কাঙ্ক্ষিত ক্রেতা।
প্রথম আলো
বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ১৪ টাকা বাড়ল। সয়াবিনের বিকল্প পাম তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা। সরকার করছাড় তুলে নেওয়ায় গতকাল মঙ্গলবার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকে যেমন ভোজ্যতেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়েছে, তেমনি কয়েক দিনে বাজারে বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দাম। কিছুটা বেড়েছে আটার দাম। আগে থেকে বাড়তি থাকা চাল-ডালের দাম কমার লক্ষণ নেই।
এছাড়া খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ; স্টারলিংকের সহযোগী ‘ফাইবার অ্যাট হোম’; তোফায়েল আহমেদ সুস্থ আছেন; তিন মাস মাঠে থাকার পরিকল্পনা বিএনপির—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
