লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তেজনা আরও বাড়াল
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গতকাল শনিবার ‘আবদালি’ নামের স্বল্পপাল্লার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযানের ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্তের চার দিন পর এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। যা পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ভারতের প্রতি পাকিস্তানের বার্তা হিসেবে দেখছেন কোনো কোনো বিশ্লেষক। পেহেলগাম হামলার পাঁচ দিন পর গত ২৭ এপ্রিল ভারতও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।
যুগান্তর
নির্বাচন, সংস্কার এবং গণহত্যা-ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ-এ তিন ইস্যুতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। যার কারণে তৈরি হচ্ছে নানা সংকট। মতৈক্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোও ধারাবাহিক বৈঠক করলেও কার্যত ফলাফল একরকম শূন্য। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ঐকমত্যে পৌঁছাতে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
প্রথম আলো
কোন দেশে কত সময় চলে মেট্রোরেল, যাত্রীরা চান ঢাকায় আরও বেশিক্ষণ চলুক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রোরেল চলে। পশ্চিমা দেশগুলোর অনেক শহরে চলে সারা রাত। তবে বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রোরেল বন্ধ হয়ে যায় অনেক আগে।
ঢাকায় এখন মেট্রোরেল উত্তরা থেকে প্রথম ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। রাতে ওই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে ৯টায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন চলাচল শুরু হয় সকাল সাড়ে ৭টায়। আর এই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে ৯টা ৪০ মিনিটে। এই ট্রেন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় রাত ১০টা ২০ মিনিটে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
পাঁচ আঙুলে ফুলে ওঠে তাজুলরাজ্য
সাবেক এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম ডান হাতের পাঁচ আঙুলে ফুলে উঠেছিলেন। কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামে তাজুলরাজ্যও ফুলে উঠেছিল অবৈধ অর্থে। ২০টির বেশি শিল্পপ্রতিষ্ঠানের মালিক হলেও তাজুল আরো লাভের লোভে অবৈধ বাণিজ্য গোছাতেন এই পাঁচ আঙুলে। আর এই পাঁচ আঙুলের মতো তাঁর ঘনিষ্ঠ ছিলেন তাঁর ভাতিজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও যুবলীগ নেতা শাহাদাত হোসেন, ব্যক্তিগত সহকারী (পিএস) মো. কামাল হোসেন, সহকারী একান্ত সচিব (এপিএস) জাহিদ হোসেন আর শ্যালক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী।
প্রথম আলো
রাউজানে খুন, পাল্টা খুন চার দশক ধরে
মানিক আবদুল্লাহ নামে যুবদলের এক কর্মী প্রতিবেশীর বাড়িতে রাতের খাবার খেতে বসেছিলেন। পাশে ছিলেন তাঁর এক সঙ্গী। এমন সময় টিনের ছাউনির ঘরটিতে ঢুকে পড়েন চার–পাঁচজন যুবক। সবার হাতে আগ্নেয়াস্ত্র। ঘরে ঢুকেই তাঁরা মানিককে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। মানিকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। তাঁর সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনাটি ঘটে গত ১৯ এপ্রিল রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহ পাড়ায়। লক্ষ্যবস্তু বানিয়ে হত্যার এই ঘটনাকে ‘প্রতিশোধের খুন’ বলছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশেরও ধারণা, প্রতিপক্ষের এক সন্ত্রাসীকে ধরিয়ে দিতে সহায়তা করায় মানিককে খুন করা হয়েছে।
কালের কণ্ঠ
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যকাল এরই মধ্যে ৯ মাস পূর্ণ হতে চলেছে। রাষ্ট্র সংস্কারের কাজ কতটা এগোল এবং কবে নির্বাচন হচ্ছে, তা এখনো খুব স্পষ্ট নয়। সংস্কার ও নির্বাচনের টাইমফ্রেম নিয়ে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনো নৈকট্য ও কখনো দূরত্বের দোলাচল চলমান। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব বাড়ছে বলেও অনেকের ধারণা।
সমকাল
সাত মাসেও উপকারভোগীর তালিকা সংশোধন হয়নি
সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগী বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ অনেক পুরোনো। বিভিন্ন গবেষণা ও জরিপে দেখা গেছে, রাজনৈতিক প্রভাবে দরিদ্র মানুষের পরিবর্তে সচ্ছলদের সরকারি ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। দীর্ঘদিনের এ অনিয়ম দূর করতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেয়। তবে এ কাজ এখনও চিঠি চালাচালির মধ্যেই আটকে আছে। ঘোষণার পর সাত মাসেও এ কাজ শেষ হয়নি।
গত ৬ অক্টোবর সচিবালয়ে এক ব্রিফিংয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ জানিয়েছিলেন, জাতিসংঘের সংস্থা ইউনিসেফ সরকারের কাছে একটি জরিপ প্রতিবেদন দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সামাজিক সুরক্ষার উপকারভোগীদের ৪৩ শতাংশই ত্রুটিপূর্ণ। যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, অনেকেই তার যোগ্য নন। সরকার তালিকা পর্যালোচনা করবে।
প্রথম আলো
হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ: ৩০৮ কোটি টাকার কাজ শেষ করতে তাড়াহুড়া
সুনামগঞ্জে ১৪টি হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি বিশেষ প্রকল্পে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ করছে। ৩০৮ কোটি টাকার এই কাজ শুরুর ‘এক বছরে’ অর্ধেক হয়নি। প্রকল্পের মেয়াদ আছে আর দুই মাস। এই সময়ের মধ্যে যেনতেনভাবে কাজ শেষ করার তৎপরতা চালাচ্ছেন ঠিকাদারেরা। এমন অবস্থায় কাজে নানা অনিয়ম ও গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
জেলার তিনটি উপজেলার কয়েকটি প্রকল্প ঘুরে দেখার সময় স্থানীয় লোকজন, কৃষক, জনপ্রতিনিধিরা এ অভিযোগ করেছেন। তাঁরা বলছেন, বর্ষা চলে আসায় এখন কাজ শেষ করা কঠিন হবে। আবার অসম্পূর্ণ কাজ বর্ষায় হাওরের ঢেউ–পানির তোড়ে টিকবে কি না, এ নিয়ে সংশয় রয়েছে।
বণিক বার্তা
ঢাকায় আড়াইশ বাসের রুট পারমিট চান নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রনেতা
রাজধানী ঢাকায় ২৪০টি বাসের রুট পারমিটের জন্য আবেদন করেছে চিত্রা পরিবহন লিমিটেড। কোম্পানিটি ট্রেড লাইসেন্স পেয়েছে গত বছরের ২ সেপ্টেম্বর। এটির সাত পরিচালকের একজন মহিদুল ইসলাম দাউদ, যিনি একই সঙ্গে কোম্পানির ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন। দাউদ ঢাকার তিতুমীর কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে উঠে আসা এ ছাত্রনেতা বর্তমানে সক্রিয় রয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের রাজনীতিতে। গণপরিবহনে হাফ ভাড়া, কোটা সংস্কারসহ বিভিন্ন আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছেন মহিদুল ইসলাম দাউদ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে রুট পারমিট আদায়ের চেষ্টা করছেন এ ছাত্রনেতা।
সমকাল
লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের
টানা চার বছর মার্চ থেকে মে পর্যন্ত ডিমের দাম ভোক্তার কাছে সহনীয় ছিল। কিন্তু প্রান্তিক খামারিদের এই সময়ে উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে হয়েছে। এ বছর ঈদুল ফিতরের পর এক মাস পার হলেও ডিমের দাম খুব একটা বাড়েনি। ফলে লোকসানের সময় লম্বা হচ্ছে ছোট ও মাঝারি খামারিদের। একই অবস্থা মুরগির মাংসের ক্ষেত্রেও।
সরকার বলছে, মুরগির খাবারের দাম বেশি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। আর খামারিরা বলছেন, ডিম সংরক্ষণের সুযোগ থাকলে তাদের লোকসান গুনতে হতো না।
সাইফুল ইসলাম ক্ষুদ্র উদ্যোক্তা। রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে তাঁর খামারে প্রতিদিন ডিম উৎপাদন হয় ১০ হাজার। ডিমপ্রতি উৎপাদন খরচ ১০ টাকা ১৯ পয়সা। সরকার ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করলেও সাইফুল গেল শীত ও রোজায় বিক্রি করেন সর্বোচ্চ সাড়ে সাত টাকা দরে। খামার পর্যায়ে দাম এখন একই রকম। হিমাগারে ডিম রাখায় নিষেধাজ্ঞা থাকায় ক্ষুদ্র খামারিদের বিপদ আরও বেড়েছে।
বণিক বার্তা
চর্মরোগ পানিশূন্যতা পেশিতে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন প্রায় ৫০ শতাংশ লবণ শ্রমিক
কক্সবাজারের লবণ শ্রমিক সাইফুল দীর্ঘদিন ধরে হাত ও পায়ে ত্বকের সমস্যায় ভুগছেন। প্রতিদিন লবণাক্ত পানিতে কাজ করার ফলে হাত-পায়ে ঘা সৃষ্টি হয়েছে। সঙ্গে আছে চুলকানি। কিন্তু তার জন্য নেই কোনো ভালো চিকিৎসাসেবার সুযোগ, একমাত্র ভরসা স্থানীয় ফার্মেসি। সাইফুল প্রতিদিন কাজ করে মজুরি পান ৪০০ টাকা। এ টাকা দিয়ে পরিবার চালাতেই হিমশিম খেতে হয়। তাই শহরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া সম্ভব হয় না। আর্থিক অসচ্ছলতার কারণে স্থানীয় ফার্মেসি থেকে অল্প টাকায় স্বাস্থ্যসেবা নেন তিনি। সাইফুল বলেন, ‘লবণাক্ত পানিতে প্রতিদিন প্রায় ৭-৮ ঘণ্টা কাজ করতে হয়। পানিতে অনেকক্ষণ থাকার কারণে হাত-পায়ে চুলকানি হয়। গ্রামে ভালো স্বাস্থ্যসেবা নেই, আবার শহরে ডাক্তার দেখাতে অনেক টাকার প্রয়োজন। এসব কারণে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে হয়।’
এছাড়া উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের; ডা. জুবাইদাকে নিয়ে বিএনপিতে আগ্রহ; হেফাজতের নতুন দুই কর্মসূচি মামলা প্রত্যাহারের আলটিমেটাম; ৩০ জনকে দুদকে তলব / ইচ্ছামতো লুটপাট ক্রীড়া পরিদপ্তরে!—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
