চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে মিলল অর্ধগলিত মরদেহ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বেলা ১১টায় থানার সরাইপাড়া এলাকার লোহারপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহটি প্রায় গলে গেছে। পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের পাশে একটি মদের বোতল আর একটি ফোন পাওয়া গেছে। ফোনের সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ ঢাকা পোস্টকে বলেন, আনুমানিক ৪-৫ দিন আগের মরদেহ বলে মনে হয়েছে। মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত মদ্যপান করার কারণে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এমআর/জেডএস