গ্রামের চামড়া যেন চট্টগ্রাম শহরে না ঢুকে, উদ্যোগ নিচ্ছে চসিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া নগরে ঢুকিয়ে চামড়ার দাম কমানোর অপকৌশল অবলম্বন করে। এভাবে দাম পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেখা যায় অনেক চামড়া থেকে যায়। ওই চামড়াগুলোর কারণে পরিবেশ দূষিত হয়ে মানুষ কষ্ট পায়। এই অপচর্চা ঠেকাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ভূমিকা রাখতে হবে। কোরবানির ঈদের দিন ও পরবর্তী ২ দিন নগরে যেন বাইরের চামড়া ঢুকতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
বুধবার (২১মে) চসিক কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বয় সভায় মেয়র এসব কথা বলেন।
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোরবানির দিন নগর দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি কর্মীদের দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে যেন কোরবানির বর্জ্য বা চামড়া পরিবেশের ক্ষতি না করতে পারে।
আরও পড়ুন
সভায় কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন চসিক মেয়র ডা. শাহাদাত।
এমআর/এসআইআর