মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মারুফ খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ খান শিবচরের দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা ফেলু হাজীকান্দি গ্রামের আমিনউদ্দিন খানের ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ রাতে সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে পাচ্চর যাত্রী ছাউনিতে নামেন মারুফ। পরে তিনি যাত্রী ছাউনি সংলগ্ন ঢাকা-ভাঙ্গা রেললাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি রতন শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তবে ভাঙ্গা রেলওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করায় আমরা সেখান থেকে ফিরে আসি।
আকাশ আহম্মেদ সোহেল/এমএসএ