যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইসরাত জাহান করবি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলে বন্ধু সঙ্গে করে ঢাকায় ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আরও পড়ুন
নিহত ইসরাত সাতক্ষীরার কলারোয়া উপজেলার দলুইপুর সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ নেওয়াজ জানান, রাতেই ধনিয়া কলেজের সামনে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ইসরাত জাহান করবি তার এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে ঢাকা আসছিলেন। পথে ধনিয়া কলেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এই ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক মো. মাসুদ মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
এসএএ/এমএসএ