হাদির উন্নত চিকিৎসায় যা করার সব করবে সরকার

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ওসমান হাদির চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ সকালে ইনকিলাব মঞ্চের একটি প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
এসময় ইনকিলাব মঞ্চের নেতা ফাহিম ও ঝুমাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, সকালে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাক্ষাত করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন ওসমান হাদির চিকিৎসার বিষয়ে তার দপ্তর যা করা দরকার তার সর্বোচ্চ করবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকেই সন্দেহের চোখে দেখছি না। আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না। কিন্তু কাউকে ঢালাওভাবে দোষারোপ করার পক্ষে আমরা নই। তবে, দুঃখজনক হলো কিছু গণমাধ্যমে রাজনৈতিক দলকে দোষারোপ করে বক্তব্য দেওয়া হয়েছে। অথচ, আমি, ফাহিম কিংবা ঝুমা- আমরা কেউ বক্তব্য দেইনি।
আব্দুল্লাহ আল জাবের এই তিনজন অথবা তাদের অফিসিয়াল পেজের বক্তব্য ছাড়া গণমাধ্যমে ওসমান হাদিকে নিয়ে কোনো বক্তব্য প্রচার না করার অনুরোধ জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করে এই নেতা বলেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। অথচ, আমাদের গেয়েন্দা সংস্থাগুলো এখনো গুলি করা ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি। যেখানে ঢাকা-৮ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ আসনের প্রর্থীকে গুলিবিদ্ধ করার ২৪ ঘণ্টায়ও ঘাতক ধরাছোঁয়ার বাইরে থাকে, এই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষ বিশ্বাস রাখবে কিভাবে?
এর আগে দুপুর ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত শাহবাগ মোড়ে ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষুদ্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। পরে ঢাকা না দিল্লি? ঢাকা, ঢাকা স্লোগান দিতে দিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
নাগরিক সমাবেশে বক্তারা বলেন, আজকে হাদিকে গুলি করেছে, কালকে আমাদের গুলি করবে, কিন্ত- আমাদের মেরে ফেললেও লক্ষ হাদিকে মারা যাবে না, যায় না। এক হাদির রক্ত ঝড়ানোয়, আজ হাজারো হাদি আমরা জড়ো হয়েছি।
তারা বলেন, আমরা আল্লাহ কাছে হাদির জন্য প্রার্থনা করি। সারা বাংলাদেশ আজ হাদির জন্য দোয়া করছে। হাদি দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, নিজের জন্য কিছুই চিন্তা করেনি। বাংলাদেশের মানুষ ও মাটিকে নিরাপদে রাখতে হাদি বিদ্রোহ করেছে। তার বিদ্রোহ নিজ স্বার্থের নয়, সে দেশের মানুষের জন্য ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছে।
এমএমএইচ/এমএসএ