বিমান বিধ্বস্ত
উত্তরার ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী রাইসার সন্ধান চায় পরিবার

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী রাইসা মনির (৯) সন্ধান চায় পরিবার। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
সোমবার (২১ জুলাই) রাতে শিশুর রাইসা মনির চাচা ইমদাদুল জানান, আমার ভাতিজি রাইসা মনির কোনো সন্ধান পাচ্ছি না। উত্তরার বিভিন্ন হাসপাতাল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটেও আমরা খোঁজাখুঁজি করেছি কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাইনি। যদি কেউ আমার ভাতিজির সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নম্বরে ০১৯২৫৯৩২২২৯ জানানোর জন্য অনুরোধ করছি।
তিনি আরও জানান, আমাদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে। তার বাবার নাম মো. সাহাবুল শেখ।
এসএএ/এমএ