প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়
মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের কবরের জন্য জায়গা নির্ধারণ

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের জন্য কবরস্থানের জন্য জায়গা নির্ধারণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বার্তায় বলা হয়, নিহত শিক্ষার্থীদের দাফনের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে বিশেষ স্থান নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে এই কবরস্থানকে তাদের স্মৃতিরক্ষার্থে সংরক্ষণ করা হবে।
এমএসআই/এআইএস