মাইলস্টোনের পাশে অবৈধ দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ডিএনসিসির অভিযান

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে জনসমাগম বাড়তে থাকে। এই সুযোগে কিছু অস্থায়ী দোকানদার অবৈধভাবে দোকান গড়ে তোলে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি শুরু করে।
এই অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৯ এর আওতাধীন এলাকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আরও পড়ুন
অভিযানে অবৈধভাবে নির্মিত দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্ক করে জানানো হয়, জনস্বার্থবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এএসএস/এআইএস