মিছিলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াত নেতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাওলানা আবুল কালাম নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, সাড়ে ৫টার দিকে লোহাগাড়া সদরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল৷ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
মঙ্গলবার বিকেলে ছাত্র-জনতার আন্দোলনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে মিছিল ও সমাবেশের আয়োজন করে লোহাগাড়া উপজেলা জামায়াত। একটি মিছিলে নেতৃত্ব দিয়ে সমাবেশে যোগ দিচ্ছিলেন মাওলানা কালাম। সামনের সারিতে থাকা জামায়াতের এই নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে জানতে লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীকে মোবাইল ফোন কল করা হলে তার সেটি রিসিভ করেন লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতা। তিনি ঢাকা পোস্টকে বলেন, মাওলানা কালাম মিছিলের সামনে একজনের সঙ্গে রিকশায় ছিলেন। সমাবেশস্থলের কাছাকাছি পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এমআর/এআইএস