পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫ জন ঢামেকে

তিন দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত শিক্ষার্থীরা হলেন- বুয়েট শিক্ষার্থী নাবিদ (২১), শাহাদাৎ (২২), নাভিদ (২১), রুয়েট শিক্ষার্থী রিজন (২৩) ও আহসানউল্লাহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিব (২২)।
আরও পড়ুন
আহত শিক্ষার্থী রিজন জানান, তিন দফা দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই দাবির সমর্থনে শুধু বুয়েট নয়, বাংলাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আহত অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বাকি দুজন এখনো জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। আহতদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসকরা তাদের ছেড়ে দিয়েছেন।
এসএএ/এমজে