ইতালিতে ভুয়া ভিসা দিয়ে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার ১

ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার হওয়া মিলন মিয়া (৪২) ফরিদপুরের সালতা থানার ইসুবদিয়া গ্রামের মৃত কালাম মাতব্বরের ছেলে। তাকে গত ১৫ সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতালিতে নেওয়ার কথা বলে প্রতারক চক্রটি প্রায় শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রকৃত ভিসার বদলে ভুয়া ভিসা দেওয়া হতো। ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানিও করত চক্রটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মিয়া স্বীকার করেছেন, ভিজিট ভিসায় ফরিদপুরের একজনের সঙ্গে ইতালিতে পাঠানোর নামে ২২ লাখ টাকার চুক্তি হয়। এর মধ্যে ৭ লাখ টাকা অগ্রিম নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, সারাদেশের বিভিন্ন জেলায় তাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে এবং ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে যেতে চাওয়া মানুষই ছিল তাদের টার্গেট। ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ সারাদেশের বেশ কিছু জেলায় এই চক্রের নেটওয়ার্ক বিস্তৃত।
তিনি আরও জানান, প্রতারণার মূল হোতা হিসেবে জোসনা বেগম ও মাহবুব নামের দুজনের নাম উঠে এসেছে। গ্রেপ্তার মিলন মিয়া প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে। তাকে আদালতে সোপর্দ, রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এমএসি/এআইএস