সাইবার হামলার শঙ্কা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
কর্মবিরতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার্স সমিতি, শঙ্কায় রাকসু নির্বাচন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য, প্রক্টরসহ শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার্স সমিতি। আজ রোববার সন্ধ্যায় শিক্ষক ফোরাম এক বিজ্ঞপ্তিতে ও অফিসার্স সমিতি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়।
সমকাল
দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ৫০টির মতো আসনে প্রার্থী যাচাই-বাছাই করা হচ্ছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির দলীয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে আগামী নির্বাচনের জন্য বিএনপির ইশতেহার প্রস্তুতের কাজও শুরু করা হয়েছে। খাত অনুযায়ী সংশ্লিষ্টদের ইশতেহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
কালের কণ্ঠ
চ্যালেঞ্জ আস্থা ও ঐক্যের
দেশের রাজনীতিতে বিভাজন এখন স্পষ্ট। প্রত্যাশিত ঐক্যের বদলে অনৈক্য জনমনে দুশ্চিন্তা বাড়াচ্ছে। সর্বত্র আস্থার ঘাটতি। সরকারকে বারবার বলতে হচ্ছে, ঘোষিত সময়েই নির্বাচন হবে।
তারপরও অনিশ্চয়তা দূর হচ্ছে না। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ নিজ অবস্থানকে শক্তিশালী করতে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টায় লিপ্ত। এই কৌশলের অংশ হিসেবে নির্বাচনের পদ্ধতি পরিবর্তন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং সেই সনদের ভিত্তিতেই নির্বাচনের পক্ষে-বিপক্ষে বিতর্ক-বিভাজন ক্রমশ জোরদার হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার জামায়াত, এনসিপিসহ আরো কিছু দল।
সমকাল
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
অর্থ পাচার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্জিত ৬০২টি সম্পদের ফাইল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত শনিবার রাতে জাবেদের নির্বাচনী এলাকা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের ওসমান তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে সম্পদের ২৩ বস্তা আলামত জব্দ করা হয়। এসব বস্তায় বিদেশে অর্জিত ওই ৬০২টি ফ্ল্যাট-বাড়ির ফাইল রয়েছে।
আজকের পত্রিকা
দুই মেরুতে বিএনপি-জামায়াত
গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাস্তবতায় ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে দেশের রাজনীতির। বদলে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কও। ক্ষমতায় যাওয়ার মিশনে হিসাব-নিকাশের পাল্লায় শত্রু হয়ে যাচ্ছে মিত্র, আবার পরীক্ষিত মিত্রও আবির্ভূত হচ্ছে শত্রুর ভূমিকায়। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে দেশের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতের বর্তমান সম্পর্ক এ ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দল দুটির মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। নির্বাচনকে ঘিরে দুই দলের পরস্পরবিরোধী অবস্থান সংঘাতময় পরিবেশের জন্ম দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
দুর্ঘটনা ও আঘাতে দৈনিক ২৬৮ মৃত্যু
দেশে প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনা ও আঘাতজনিত কারণে হাসপাতালে আসে ৪৫ হাজার ৪০৮ জন রোগী। এর মধ্যে মারা যায় ২৬৮ জন। মারাত্মক আঘাত থেকে স্থায়ী প্রতিবন্ধী হচ্ছে ৩৮০ জন। ২০২৪ সালে প্রকাশিত ‘বাংলাদেশে স্বাস্থ্য ও দুর্ঘটনা জরিপ ২০২২-২৩’-এর তথ্য পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
আজকের পত্রিকা
১৫ বছরে দেশে ব্যক্তিগত গাড়ি বেড়ে দ্বিগুণ
ব্যক্তিগত গাড়ি কমানোর কথা বলা হলেও বাস্তবে ঘটছে উল্টো। ২০২৫ সালের জুন পর্যন্ত ১৫ বছরে ব্যক্তিগত গাড়ি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
বর্তমানে সারা দেশে ৪ লাখের বেশি ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। প্রতিদিন এই বহরে যুক্ত হচ্ছে নতুন গাড়ি। একই সঙ্গে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যাও; অথচ সড়ক বাড়েনি। শহরের মোট ভূমির মাত্র ৭ শতাংশ রাস্তাঘাট। এর মধ্যে গণপরিবহন উপযোগী সড়ক মাত্র ২ দশমিক ৫ শতাংশ।
বণিক বার্তা
ঢাকার আদালতের আদেশ দিয়ে ফিলিপাইনের কাছ থেকে অর্থ আদায় সম্ভব হবে কি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছেন ঢাকার মেট্রোপলিটন আদালত। রিজার্ভ চুরির মামলা তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মনে করছে, আদালতের এ আদেশের মাধ্যমে ফিলিপাইন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চুরি হওয়া অর্থ ফেরত আনার পথ সুগম হলো। অবশ্য আইনজীবীরা এ যুক্তির সঙ্গে একমত নন। তারা মনে করেন বাংলাদেশের আদালতের আদেশ কেবল দেশের অভ্যন্তরেই কার্যকর। দেশের বাইরে অর্থ বাজেয়াপ্তের আদেশের কোনো মূল্যই নেই।
প্রথম আলো
বিরল রোগ: চোখের সামনে সন্তান অচল হয়ে পড়লেও কিছু করার থাকে না মা–বাবার
মাথাভর্তি চুল। মুখে কথা লেগে আছে। সারাক্ষণ কিছু না কিছু বলছে। বাবাকেও প্রশ্ন করে চলেছে। গান গাইছে একটার পর একটা। বাবার কোলে থাকা শিশুটি সবই করছে ঠিকঠাক। মনে প্রশ্ন জাগে, ও পারে না কী?
পারে না শুধু দাঁড়াতে, হাঁটতে। সোজা হয়ে বসতে পারে না। বসলে মাথা ঢলে পড়ে। এই বয়সী শিশুর পেশিতে যে শক্তি থাকা দরকার, তা ওর নেই। শিশুটি বংশগত রোগে আক্রান্ত। চিকিৎসাবিজ্ঞানে রোগটির নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ)।
বণিক বার্তা
গত বছরের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে দেড় গুণ, আক্রান্ত দ্বিগুণ
ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমন্বয়ে বাড়ছে। এরই মধ্যে চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু প্রায় দেড় গুণ বেড়েছে। আর আক্রান্ত বেড়েছে প্রায় দ্বিগুণ।
প্রথম আলো
কেউ বিদেশে, কেউ মাতৃত্বকালীন ছুটিতে, তবু তোলা হয়েছে সম্মানী
রাজধানীর মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত একটি নিয়োগ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের তালিকায় ভুয়া নাম ঢুকিয়ে সম্মানীর টাকা নেওয়া হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, কলেজের সাবেক শিক্ষক, বিদেশে অবস্থান করছেন, মাতৃত্বকালীন ছুটিতে আছেন—এমন সব ব্যক্তির নাম তালিকায় ঢোকানো হয়েছে। কলেজে শিক্ষকতায় আছেন, তবে পরীক্ষায় দায়িত্ব পালন করেননি এবং ‘অচেনা’ লোকজনের নামও তালিকায় আছে।
বণিক বার্তা
ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত একটি বিদেশ ভ্রমণের সরকারি আদেশ (জিও) জারি করা হয় ১৪ সেপ্টেম্বর। এতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) মোহাম্মদ জাকির হোসেনকে চীন ভ্রমণের অনুমতি দেয়া হয়। আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর কিংবা ছুটি শুরুর তারিখ থেকে সাতদিনের জন্য তারা বিদেশ ভ্রমণের অনুমতি পান।
দেশ রূপান্তর
সাইবার হামলার শঙ্কা
লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর তৎপর হয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সাইবার হামলা প্রতিরোধে বেবিচকে অনির্ধারিত বিশেষ বৈঠক হয়েছে গতকাল রবিবার। এরই মধ্যে সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
কালবেলা
সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা সেই ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের প্রকাশ্যে সন্ত্রাসী বলে গালাগাল করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটের কার্যক্রম থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশ রূপান্তর
কোচিংয়ে বাধ্য করতে শ্রেণিকক্ষে ফাঁকি!
২০১২ সালে শিক্ষা মন্ত্রণালয় কোচিং বাণিজ্য বন্ধে একটি নীতিমালা জারি করলেও তার বাস্তব প্রয়োগ প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এ নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো শিক্ষক নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাতে পারবেন না কোনোভাবেই। এমনকি অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সর্বোচ্চ ১০ জনকে পড়ানোর সুযোগ রাখা হয়েছে, তাও শুধু প্রতিষ্ঠানের প্রধানের লিখিত অনুমতি সাপেক্ষে। কিন্তু বাস্তবতার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন দেশ জুড়ে এ নীতিমালা শুধু কাগজের ওপরই সীমাবদ্ধ রয়ে গেছে, কোনো প্রকৃত প্রয়োগের ছোঁয়া পড়েনি।
যুগান্তর
খেলাপি আরও দেড় লাখ কোটি টাকা বাড়বে
দখল ও লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। জুন প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তখন ব্যাংক খাতে খেলাপি ঋণ পাঁচ লাখ ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এভাবে খেলাপি ঋণ বেড়ে আগামীতে মোট ঋণের মধ্যে খেলাপির হার ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। খেলাপি ঋণের কারণে ব্যাংক খাতে তারল্য সংকট আরও বেড়ে যাবে। কিছু দুর্বল ব্যাংক থেকে আমানতকারীদের টাকা তুলতে আরও বেগ পেতে হবে। ব্যাংক খাতের এ সংকট আরও দীর্ঘ সময় থাকবে। এখন কার্যত ১২টি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে চলে গেছে। তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না। ১৫টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে। যার আটটিতেই (অর্ধেকের বেশি) লুটপাট হয়েছে।
