জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি উপস্থিত থাকলে অনেক বেশি ভালো লাগতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, অনেক মাস ও সপ্তাহ যাবত আলোচনা করার পর আজ এক বিরাট অনুষ্ঠান হলো, জুলাই সনদের কন্টেন্ট ঠিক হলো। তবে এনসিপি এবং জুলাই অভ্যুত্থানকারীরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমার আরও বেশি ভালো লাগত।
আরও পড়ুন
তিনি আরও বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, সেহেতু তারা পরেও স্বাক্ষর দিতে পারবেন। সুতরাং সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরও ভালো হবে।
ওএফএ/এমএন