চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী।
আরও পড়ুন
সম্প্রতি সাইদুল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (ডিবি ও শিল্পাঞ্চল) জানান, গ্রেপ্তার দুজন মোটরসাইকেলযোগে অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন। গোপনে তথ্যে ডিবির টিম মোটরসাইকেলটি আটকে দেয়। এরপর অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
এমআর/এমজে