সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ

১০ শতাংশ রিবেট সুবিধা এবং সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ও ভাড়া পরিশোধের সুযোগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই সুযোগ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিবেট সুবিধাসহ পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া সংক্রান্ত গণবিজ্ঞপ্তির কথা উল্লেখ করে জানানো যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের করদাতাদের (বাড়ি/ফ্ল্যাট/ইমারতসমূহের মালিক ও ব্যবসায়ীদের) অবগতির জন্য জানানো যাচ্ছে- ২০২৫-২৬ (হাল) অর্থবছরের চার কিস্তি পৌরকর একত্রে পরিশোধ করলে ১০% রিবেট গ্রহণের সুযোগ রয়েছে।
আরও পড়ুন
সেখানে আরও বলা হয়, বকেয়াসহ হালসনের পৌরকর পরিশোধ করে শুধু ২০২৫-২৬ (হাল) অর্থবছরের ওপর ১০% রিবেট সুবিধা গ্রহণ করা যাবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন দোকানসমূহের ভাড়া সারচার্জ ও জরিমানা ব্যতীত পরিশোধ করা যাবে। এই সময়ের মধ্যে ১০% রিবেট সুবিধা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও ভাড়া পরিশোধের সুযোগ গ্রহণ করার জন্য করদাতা ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।
এএসএস/এমএসএ