যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকায় চোর সন্দেহে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালের দিকে মিয়ার বাস মেরামতের গ্যারেজে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, আমার ছোট ভাই বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। আজ সকালে নামাজ পড়তে বের হলে চোর সন্দেহে তাকে গ্যারেজে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, সকালে একটি গ্যারেজ থেকে হাত পা বাধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তিনি বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তিনি মাদকাসক্ত ছিলেন এবং এর আগে তাকে রিহাব সেন্টারেও রাখা হয়েছিল। সকালে বের হয়ে তিনি কোথাও হয়ত চুরি করতে ঢুকেছিলেন সেই সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমরা পাইনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এসএএ/এমএন