ভূমিকম্পের পর দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট

দেশজুড়ে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে।
শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পিডিবি।
আরও পড়ুন
বার্তায় আরও বলা হয়, দুর্ঘটনা পরবর্তী সময়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
পিডিবির মুখপাত্র শামীম হাসান ঢাকা পোস্টকে বলেন, বাঁশখালির একটা ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। ভূমিকম্পের পরে আরেকটি ইউনিটও বন্ধ হয়ে গেছে। এছাড়া, বিবিয়ানায় ইউনাইটেডের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
ওএফএ/এমজে