হেফাজতের সাবেক নেতা নাসির উদ্দিন ৬ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সম্পাদক নাসির উদ্দিন মুনিরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৩ জুন) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।
তিনি বলেন, হেফাজত নেতা নাসির উদ্দিন মুনিরকে হাটহাজারী থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নতুন করে হাটহাজারীর আরও ২ মামলায় মাওলানা নাসির উদ্দিন মুনিরকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
সোমবার (২১ জুন) চট্টগ্রামের হাটহাজারি থেকে নাছির উদ্দীন মুনিরকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পরে পুলিশ জানিয়েছিল হেফাজত হাটহাজারীতে যে তাণ্ডব চালিয়েছে তার অন্যতম ছিলেন এ নাসির উদ্দিন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে (২৬ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল থেকে বিভিন্ন স্থানে সহিংসতা হয়। যাতে চারজন নিহত হয়েছে। সহিংসতা চলাকালে হাটহাজারী থানায় আক্রমণ, ডাকবাংলো ভাঙচুর করে এবং ভূমি অফিসে অগ্নিসংযোগ করে হেফাজতের নেতাকর্মীরা। সড়কও অবরোধ করে রাখে দুই দিন। এসব ঘটনায় হাটহাজারীতে ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় হেফাজতের কয়েকজন নেতা গ্রেফতার হয়েছে।
কেএম/এসএম