রূপনগরে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৬ সদস্যসহ গ্রেপ্তার সাত

রাজধানীর রূপনগরে ডাকাতির প্রস্তুতির সময় ডাকার দলের ৬ সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো- তামিম ওরফে নাজমুল ইসলাম (২০), মো. রাসেল হোসেন (৩২), গোলাম রাব্বী (১৯), ইয়াসিন বাবু (২০), মো. জুয়েল (২৬), মো. রুবেল হোসেন (৩৫) ও মো. সাব্বির (১৮)।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় রূপনগর থানার একটি টহল টিম রূপনগর থানাধীন বিরুলিয়া বেরিবাঁধ এলাকায় টহল কার্যক্রম পরিচালনাকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পান। এ সময় পুলিশ প্রাইভেটকার তল্লাশিকালে তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ছয় ব্যক্তির সঙ্গে কথা বললে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তাদের ছয় জনের বিরুদ্ধে রূপনগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অপর এক অভিযানে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তার আসামি সাব্বিরকে ঢাকা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত মিরপুরে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসএএ/জেডএস