চট্টগ্রামে ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানের ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও চারজন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পানচাষী কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)। গুরুতর আহত হয়েছেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের বেশকিছু পানচাষী রয়েছেন। চাষী তাদের ক্ষেতের পান মীরসরাই মিঠাছড়া বাজারে সপ্তাহে ২-৩ বার মিনি ট্রাকে প্রতিরাতে নিয়ে যায়। শনিবার রাতে পানভর্তি ট্রাকটি সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে কমল ও সমীর মারা যায়।
সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, ট্রাকটি পান নিয়ে পটিয়া হাইদগাঁও থেকে মিরসরাই মিঠাছড়া বাজারে যাচ্ছিল। বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা দুইজনেই পান ব্যবসায়ী। তবে ট্রাক চালক কৌশলে পালিয়ে যায় গাড়ি রেখে।
আরএমএন/জেডএস