চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

চট্টগ্রামে একটি জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর–সংলগ্ন রি-রিসোর্স ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকের নাম মো. রিয়াদুল হক (২২)। তিনি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মো. হেলালের ছেলে। তিনি রি-রিসোর্স গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজ করার সময় জাহাজ থেকে অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ডুবুরি দল ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমআর/এমএন