মাদরাসা শিক্ষার্থীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পেঁয়াজি গলির একটি বিল্ডিং থেকে কওমি মাদরাসার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। শিক্ষার্থীকে আটকে রেখে চাঁদা দাবি করা দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ জুন) বিকেলে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. কামরুজ্জামান।
গ্রেফতার দুইজন হলেন- রবিউল হোসেন (২৭) ও রাসেল প্রকাশ সুমন (২২)। এ দুজন পেশাদার ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, শিহাব উদ্দিন (২৩) নামের একজন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার ইফতা (মুফতি) বিভাগে ভর্তি হওয়ার জন্য চট্টগ্রামে এসেছিলেন। পরে শনিবার রাতে এসে বায়েজিদ বোস্তামী থানার পেঁয়াজী গলির এক বন্ধুর বাসায় এসে উঠেন। তার বন্ধু চট্টগ্রামের টাইগারপাসের একটি মাদরাসায় চাকরি করেন। ওই বাসার পাশেই আরেকটি রুম নিয়ে ভাড়া থাকেন রবিউল ও রাসেল।
রাতে শিহাব তার বন্ধুর বাসায় আসার পরে তাদের জঙ্গি ও খারাপ কাজ করার অপবাদ দিয়ে মারধর শুরু করে রবিউল ও রাসেল। এক পর্যায়ে শিহাবের কাছ থেকে ১৬ হাজার টাকা ও একটি আংটি নিয়ে নেয় তারা। এছাড়া এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন রাসেল ও রবিউল।
ওসি বলেন, সকালে শিহাবের বন্ধু মাদরাসায় চলে যায়। এরপর রবিউল ও রাসেলসহ তিন জন আবার শিহাবের কাছে যায়। পরে তার থেকে পরিবারের নম্বর নিয়ে দুই লাখ টাকা দাবি করে। টাকা না দিলে শিহাবকে মেরে ফেলার হুমকি দেয়। এরপরে শিহাবের বাড়ি থেকে চট্টগ্রামে থাকা এক আত্মীয়কে বিষয়টি জানায়। পরে আত্মীয় এসে বিকেলে বায়েজিদ থানায় অভিযোগ করেন।
তিনি বলেন, অভিযোগের পর প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শিহাবকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত দুইজন পেশাদার ছিনতাইকারী। তাদের বাসা থেকে ১৬ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও আসামিদের হেফাজতে থাকা ছিনতাই করা সাতটি হাত ঘড়ি, তিনটি মোবাইল সেট, একটি ওয়াকিটকি ও ওয়াকিটকির চার্জারসহ ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।
কেএম/ওএফ