জুলাই হত্যা মামলায় অভিযুক্তদের জামিন-খালাস ঠেকাতে বৈছাআ'র ৩ দফা দাবি

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্তদের জামিন-খালাস না দেওয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে বৈঠকের পর এসব দাবি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।
তিন দফা দাবি হলো—
১. জুলাই-আগস্টের মামলায় যেন কোনো অভিযুক্ত জামিন, অব্যাহতি বা খালাস না পান, সেটি নিশ্চিত করতে হবে।
২. জুলাই হত্যাকাণ্ডকে যারা সহায়তা করেছে সেসব ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে।
৩. সারা দেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
এদিন বিকেল ৩টার পর প্রসিকিউশনের সঙ্গে রিফাত রশিদের নেতৃত্বে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্যের একটি দল। বৈঠকে এসব দাবি উপস্থাপনসহ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নিয়ে আলোচনা হয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিলের দাবি জানান তারা।
এদিকে, একইদিন দুপুর ১২টায় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার আসামিদের দ্রুত জামিন দেওয়ার প্রতিবাদে বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে হাইকোর্ট মাজার গেটের সামনে কর্মসূচি পালন করা হয়। তাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন রিফাত রশিদ।
এমআরআর/এমএন