ভারতে বসে চট্টগ্রামের দুদক কর্মকর্তার নামে টাকা দাবির অভিযোগ

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। গত ২৩ ডিসেম্বর এ ঘটনায় ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে সুবেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, জিডির পর থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। যতটুকু জানতে পেরেছি, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে দেশে নেই। ভারতে বসে তিনি আমার নাম ব্যবহার করে এসব প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এলাকায় অবস্থানকালে সুবেল আহমেদ জানতে পারেন, অজ্ঞাত এক ব্যক্তি তার নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুলেছে। ওই প্রোফাইলে ব্যবহার করা হচ্ছে ভিন্ন মোবাইল নম্বর ও ই-মেইল, যা তার নয়। ভুয়া ওই পরিচয় ব্যবহার করে নিজেকে দুদকের উপ-পরিচালক পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করা হচ্ছে।
সুবেল আহমেদ বলেন, এ প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং এতে তার সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানি হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, জিডির ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট মোবাইল নম্বর ও অনলাইন অ্যাকাউন্টের তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/এমজে