চট্টগ্রামে ফিনলে স্কয়ারের ফুড জোনের চার প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত ফিনলে স্কয়ারের ফুড জোনে অভিযান চালিয়ে চারটি খাদ্য প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে দেখা যায়, এই চার প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করছিল। এছাড়া খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার, বাসী খাবার সংরক্ষণ, পোড়া তৈল বারবার ব্যবহার এবং ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থতার অভিযোগে জরিমানা করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে ফুড জোনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হবে। অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/এমজে