ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : অধ্যাদেশ দাবিতে টেকনিক্যাল মোড় অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে করে টেকনিক্যাল মোড় এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ব্লক করে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল ‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’, ‘টালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তালুকদার জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধ করার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা ডাইভারশনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। গাবতলীর মাজার রোড ও মোহাম্মদপুর এলাকা দিয়ে ড্রাইভারশনের কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, মঙ্গলবার ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে। শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একইসঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
শিক্ষার্থীদের দাবি, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো সে বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচিতে নেমেছেন।
এসএএ/জেডএস