বংশালে জুতার কারখানায় আগুনে দগ্ধ যুবক জাতীয় বার্নে ভর্তি

রাজধানীর বংশালের নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করার সময় অগ্নিকাণ্ডে মো. সিজাম (১৯) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে আমিন মিয়ার জুতার কারখানার তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিজাম নামের ওই যুবককে শরীরের ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
ডা. শাওন আরও জানান, দগ্ধ যুবকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কারখানায় জুতা তৈরির ‘সলিউশন’ আঠার কাজ করার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন।
উল্লেখ্য, শনিবার (গতকাল) সন্ধ্যা সাতটার দিকে নাজিরা বাজারের ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা দগ্ধ সিজামকে উদ্ধার করে আধা ঘণ্টার মধ্যেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।
এসএএ/বিআরইউ