ইকুরিয়া বিআরটিএতে অভিযান : কারাগারে ২ দালাল, তিনজনকে অর্থদণ্ড

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল–২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে কারাদণ্ড এবং তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গ্রাহকদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকার দায়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান।
আদালতে আটক ব্যক্তিরা প্রত্যেকে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেন। এ কারণে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে প্রতারক চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন- মোহাম্মদ রাজ্জাক (৩৯), মোহাম্মদ ফারুক হোসেন (৩৮), আব্দুল জব্বার (৫৬), নূর হোসেন বাবু (৪৩), আবু বক্কর সিদ্দিক (৫২)।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বিআরটিএ কার্যালয়ে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। এ কারণে দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, বিআরটিএতে আগত গ্রাহকরা সরাসরি বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের কাছে গেলে দ্রুত ও সঠিক সেবা পাবেন।
এমএইচএন/এমএন