জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া নতুন অভিযাত্রায় রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত করতে ‘জুলাই সনদ’-এর পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।
সংবাদ সম্মেলনে নঈম জাহাঙ্গীর বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন অভিযাত্রা শুরু হয়েছে। এই অভ্যুত্থান প্রমাণ করেছে, ইতিহাস সৃষ্টিতে মানুষই প্রধান চালিকাশক্তি। দীর্ঘদিন দেশের জনগণ এই সৃষ্টির স্বীকৃতি পায়নি। এবারের গণ-অভ্যুত্থান অতীতের সব বাধা অতিক্রম করে বাংলাদেশ রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত করবে।
বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর জানান, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট ও নির্বাচনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দেশবাসীকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা রাখতে হবে।
জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদ ২০২৫ জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফ্যাসিবাদ পুনরুত্থান রোধের লক্ষ্যে প্রণীত।
জুলাই সনদের মূল আকাঙ্ক্ষা হলো– দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন আরও সহজ হবে। এ জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান অত্যন্ত জরুরি।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আরও বলেন, একটি সচেতন ও ইতিবাচক সিদ্ধান্ত জাতির ভবিষ্যৎকে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে। ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ের পক্ষে অবস্থান, উন্নয়নের পথে অগ্রসর হওয়া এবং দেশকে গণতান্ত্রিক পন্থায় ঐক্যবদ্ধ করা।
গণভোটটি শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘এই গণতান্ত্রিক আয়োজন হোক জনগণের মিলনমেলা, যেখানে সবাই আনন্দ, সৌহার্দ্য ও দায়িত্ববোধের মাধ্যমে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে উৎসবমুখর করে জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করবেন। দল-মত নির্বিশেষে সবাই যেন জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়ে নাগরিক দায়িত্ব পালন করেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখেন।’
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/বিআরইউ