ভাসানচরের রোহিঙ্গা শিবির বন্ধ চায় ফোর্টি রাইটস

ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী শিবির বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থা ফোর্টি রাইটস।
বুধবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটি বলছে, বাংলাদেশ সরকার থেকে অবিলম্বে ভাসানচরের রোহিঙ্গা শিবির বন্ধ করা উচিত। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নির্বিচারে আটকে রাখার ব্যবস্থাও বন্ধ করতে হবে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ব্যক্তিগত স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধের জন্য প্রত্যন্ত দ্বীপে রাখা হয়েছে, যা কার্যত আটক রাখা হয়েছে। এটা বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
প্রতিবেদনে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের পরবর্তী সরকারকে ভাসানচর রোহিঙ্গা শিবির স্থায়ীভাবে বন্ধ, রোহিঙ্গা শরণার্থীদের চলাচলের স্বাধীনতা, জীবিকা নির্বাহের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ফোর্টি রাইটসের পরিচালক জন কোয়েনলি বলেন, শরণার্থী হওয়া কোনো অপরাধ নয়। ভাসান চর বাস্তবে একটি দণ্ডিত উপনিবেশের মতো কাজ করে। এটি আইনসঙ্গত বা মানবিক নয়।
এনআই/এসএম