৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে কাফকো থেকে ১১তম লটে এই ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকো থেকে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার জন্য একটি সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি ও পরিকল্পনার অংশ হিসেবে ১১তম লটের জন্য সারের মূল্য প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হলে কাফকো তাদের দরপত্র জমা দেয়।
কাফকোর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, প্রতি মেট্রিক টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০৫.২৫ মার্কিন ডলার। সেই হিসেবে ৩০ হাজার মেট্রিক টন সারের মোট দাম দাঁড়ায় ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৫০০ মার্কিন ডলার। বর্তমান বাজার দরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
এমএম/বিআরইউ