শীতার্তদের মুখে হাসি ফোটাল ব্রিটিশ ল’ পড়ুয়া চার বন্ধু

মাঝরাতে যখন ধানমন্ডি লেক এলাকায় শীতের তীব্রতা বাড়ে, তখন ফুটপাতে আশ্রয় নেওয়া ভাসমান মানুষের কষ্টের সীমা থাকে না। সেই সব অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এসেছে ব্রিটিশ আইন বিষয়ে পড়ুয়া চার বন্ধু। নিজেদের জমানো টাকা দিয়ে তারা এই শীতে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শীতবস্ত্র বিতরণকারী এই চার বন্ধু হলেন– জিসিয়া আহমেদ, কাজী হিসামুল হক ফাহাদ, তাজওয়ার সিনহা এবং দেলোয়ার হোসেন দীপ। তারা সবাই যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লন্ডন এবং বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বুধবার (২১ জানুয়ারি) রাতে এই চার বন্ধু ধানমন্ডি লেকের আশপাশের এলাকায় শীতে কষ্ট পাওয়া মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বলের পাশাপাশি শীত নিবারণের জন্য তারা মাফলার ও কানটুপিও তুলে দেন। এমন প্রয়োজনীয় উপহার পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এই উদ্যোগের বিষয়ে জিসিয়া আহমেদ বলেন, ‘নিজেদের জমানো টাকা দিয়ে আমরা বন্ধুরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি মনে করি, বিত্তবান পরিবারের ছেলে-মেয়েদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।’
তিনি বলেন, এই শীতে মানুষের কষ্ট আমাদের ভাগ করে নেওয়া উচিত। স্বল্প পরিসরে হলেও মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুশি।
এমএইচডি/বিআরইউ